
তেল ও চাল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে হবে- বাংলাদেশ ন্যাপ
- আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১০:০৯:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১০:০৯:২৬ পূর্বাহ্ন


দেশে ভোজ্যতেলের বাজারে বারবারই আগুন, অন্যদিকে চালের বাজারেও অস্থিরতা জনজীবনে দুর্ভোগ বয়ে নিয়ে আসে। লাফিয়ে-লাফিয়ে বৃদ্ধি পায় ভোজ্যতেলের মূল্য। আবারও ভোজ্যতেলের মূল্য ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রমাণ করে সরকারের চাইতে লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট অনেক বেশী শক্তিশালী’ বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভোজ্যতেল ও চাল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান। তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ নিয়েও ভোজ্যতেলের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ। আবারও ১৪ টাকা মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে স্পষ্ট সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি। সিন্ডিকেটদের কাছে সরকার অসহায়। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে তেলের মূল্য বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জনগণের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ