ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা

বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন
বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ কুয়েত প্লাজার সামনে এই বিক্ষোভ করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। আন্দোলনকারী শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩-৪ মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগে ছুটি দেয় মালিকপক্ষ। তবে ঈদের ছুটি শেষে শ্রমিকরা কর্মক্ষেত্রে যোগদান করার উদ্দেশে গার্মেন্টসে আসলে কারখানা বন্ধ দেখে শ্রমিকরা ক্ষোভে ফুঁসে ওঠে ও সড়ক অবরোধ করে আন্দোলন করেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে মালিকপক্ষ রাতের আঁধারে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ কারণে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছেন। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করবোই। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে এএসটি গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ