
বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
- আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ কুয়েত প্লাজার সামনে এই বিক্ষোভ করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। আন্দোলনকারী শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩-৪ মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগে ছুটি দেয় মালিকপক্ষ। তবে ঈদের ছুটি শেষে শ্রমিকরা কর্মক্ষেত্রে যোগদান করার উদ্দেশে গার্মেন্টসে আসলে কারখানা বন্ধ দেখে শ্রমিকরা ক্ষোভে ফুঁসে ওঠে ও সড়ক অবরোধ করে আন্দোলন করেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে মালিকপক্ষ রাতের আঁধারে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ কারণে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছেন। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করবোই। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে এএসটি গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ