ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের
বছরের পর বছর ঘুরেও মেলে না মামলার রায়

বরিশালে আদালতে মামলা জট

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
বরিশালে আদালতে মামলা জট
* বিচারক, এজলাস ও ভবন সংকটের কারণে বরিশালের বিভিন্ন আদালতে প্রায় ৪৫ হাজার মামলা জট * প্রজন্ম থেকে প্রজন্ম আদালতের বারান্দায় ঘুরেও মামলার রায় না পাওয়ার অভিযোগ বাদী-বিবাদী উভয়েরই * বিভিন্ন ট্রাইব্যুনালেও বিচারক, এজলাস, খাসকামরা ও বসার জায়গার সংকট রয়েছে বরিশাল প্রতিনিধি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব ওমর ফারুক। তার দাবি, ২৫ বছরেরও বেশি সময় ধরে জমি সংক্রান্ত একটি মামলা নিয়ে আদালতের বারান্দায় ঘুরছেন রায়ের আশায়। এর আগে তার দাদা ও পরে বাবা, আর এখন নিজেই আদালত পাড়ায় ঘুরছেন এক মামলার রায় পেতে। তিন পুরুষ ধরে টাকা অপচয় হলেও একটি মামলার এখনো সমাধান হয়নি। প্রতি মাসেই টাকা খরচ করে বানারীপাড়া থেকে বরিশালে এসে আদালতের বারান্দায় ঘুরতে হয় তাকে। একই অভিযোগ করেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের ইউসুফ আলী। তিনি বলেন, ২০১৪ সাল থেকে একটি মামলা নিয়ে আদালতের বারান্দায় ঘুরছি। এখন সেই একই বিষয়ে চারটি মামলা চলমান। কোনো মামলার রায় পাচ্ছি না। শুধু দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে। আর মামলা চালাতে গিয়ে আমরা দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিচারক, এজলাস ও ভবন সংকটের কারণে বরিশালের বিভিন্ন আদালতে প্রায় ৪৫ হাজার মামলা জট রয়েছে। তাই প্রজন্ম থেকে প্রজন্ম আদালতের বারান্দায় ঘুরেও মামলার রায় না পাওয়ার অভিযোগ বাদী-বিবাদী উভয়েরই। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নাজির কামরুল হাসান বলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২ জন বিচারক সংকট ও ২টি এজলাস সংকট রয়েছে। এছাড়া জজ কোর্টে বিচারক সংকট না থাকলেও ৫টি এজলাস সংকট আছে। পাশাপাশি বিভিন্ন ট্রাইব্যুনালেও বিচারক, এজলাস, খাসকামরা ও বসার জায়গার সংকট রয়েছে। তিনি আরও বলেন, মহানগর দায়রা জজ আদালতের কোনো ভবন না থাকায় কার্যক্রমে বিলম্ব হচ্ছে। বর্তমানে এর কার্যক্রম অন্যত্র বসে চালালেও এজলাস সংকট রয়েছে। এসব সমস্যা সমাধান হলে মামলা জট কমে আসবে। তবে আইনজীবীরা বলছেন, শুধু বিচারক, এজলাস ও ভবন সংকটের কারণেই মামলাগুলো ঝুলে আছে বিষয়টি এমন নয়, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যে কারণে মামলাগুলোর সমাধান দিতে ধীরগতি হচ্ছে। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বলেন, মামলা জট কমাতে হলে হাইকোর্ট-সুপ্রিম কোর্টের মতো এখন যেকোনো মামলা অনলাইন করা উচিত। অনলাইন কার্যক্রম চালু হলে দুর্নীতি কমার পাশাপাশি ভ্যাকেশনেও মামলার কার্যক্রম চলবে। ফলে আস্তে আস্তে মামলা জট কমে আসবে। বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন বলেন, মামলা জট কমাতে হলে আরও বিচারক নিয়োগ দিতে হবে। পাশাপাশি বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন ভবন, এজলাস ও বসার ব্যবস্থা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য