
বিব্রতকর রেকর্ডের সম্মুখীন বাবর
- আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন


সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। সম্প্রতি বাদ পড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকেও। এরপর পাকিস্তান সুপার লিগের(পিএসএল) প্রথম ম্যাচেও কোন রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর আজম। গত শনিবার মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি বাবর। মোহাম্মদ আমিরের গুড লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দেন এই তারকা। এই ডাকটি পিএসএলে বাবরের অষ্টম। পেছনে ফেলেছেন তারই স্বদেশি শাহীন শাহ আফ্রিদিকে। এই ডাকের সুবাদে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ডাকের রেকর্ডে যৌথভাবে তিনে উঠে এসেছেন বাবর। সমান সংখ্যক ডাক আছে কামরান আকমলের। বাবরের চেয়ে বেশি ডাক আছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং বোলার ওয়াহাব রিয়াজের। ৭২ ইনিংসে ইমাদের ডাক ১২ টি। ৫৪ ইনিংসে ওয়াহাব রিয়াজের ডাক ১০টি। বাবর আজমের ডাক মারার দিনে লম্বা চোট কাটিয়ে মাঠে ফিরে ফিফটি পেয়েছেন তার ওপেনিং পার্টনার সাইম আইয়ুব। তবে তাতে লাভ হয়নি। সাইম-বাবরের দল পেশোয়ার জালমি হেরেছে ৮০ রানের বড় ব্যবধানে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২১৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে পেশোয়ার অলআউট হয়েছে ১৩৬ রানে।
পিএসএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড :
ইমাদ ওয়াসিম (ইসলামাবাদ ইউনাইটেড)- ১২
ওয়াহাব রিয়াজ (পেশোয়ার জালমি) - ১০
বাবর আজম (পেশোয়ার জালমি) - ৮
কামরান আকমল (পেশোয়ার জালমি) - ৮
শাহীন আফ্রিদি (লাহোর কালান্দার্স) - ৭
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ