ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বুড়িগঙ্গা যেন ঢাকার ডাস্টবিন রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ সৌদি আরবে নথিপত্র না থাকায় অবরুদ্ধ বাংলাদেশি কর্মীরা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন-প্রধান বিচারপতি ঐকমত্য কমিশনের সঙ্গে জাসদের আলোচনা বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে-আইন উপদেষ্টা গাজীপুরে বাটা শোরুমে লুটপাট যৌতুক বন্ধে ইমাম-খতিবরা ভূমিকা রাখুন-ধর্ম উপদেষ্টা মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ রিমান্ড শেষে কারাগারে তুরিন আফরোজ মেঘনা আলমের মুক্তি ও বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি মারধরের ভয়ে স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে থানায় স্বামী চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১ মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার : র‌্যাব চাঁদপুরের সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান বাহিনীর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে নৌবাহিনীর জাহাজ বোরকা না পরায় নারী ইউএনওকে কার্যালয় থেকে বের করে দেয়ার নিন্দা দেশে ফিরলেন সেনাপ্রধান
ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

গাজীপুরে বাটা শোরুমে লুটপাট

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:৩০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:৩০:১৯ অপরাহ্ন
গাজীপুরে বাটা শোরুমে লুটপাট
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গতকাল শনিবার বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলার চেষ্টা চালায়। পাশাপাশি বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কারখানার নিরাপত্তা প্রাচীর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করে। এ সময় বাটার শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়, কিছু মালামাল নিয়ে যায় হামলাকারীরা। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় আতঙ্কিত এলাকাবাসী কিছুটা স্বস্তি ফিরে পায়। ঘটনার পর এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা এই হামলায় জড়িত, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ধরনের সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স