২১ বছর আগের রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় সুরুজ আলী নামে এক ব্যক্তি হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আনোয়ার হোসেন, মো. বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম এবং আবদুল হক ওরফে আব্দুল্লাহ। রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে আসামি আবদুল হক আব্দুল্লাহ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০০৩ সালের ৬ ডিসেম্বর বাড্ডা থানাধীন খিলবাড়ীর টেক ছিকুর প্রজেক্টের দক্ষিণপাশের পুকুরে কচুরিপানার ভেতর থেকে পাটের বস্তাবন্দি সুরুজ আলীর লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় রাজধানীর বাড্ডা থানার পুলিশের উপপরিদর্শক আবু বকর মাতুবর বাদী হয়ে অজ্ঞত পরিচয় ব্যক্তিদের নামে এ মামলাটি করেন। ২০০৬ সালের ৩১ অক্টোবর মামলাটি তদন্তের পর সিআইডি পুলিশের ইন্সপেক্টর আবদুল বাতেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০০৮ সালের ১৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালীন সময়ে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

হত্যার ২১ বছর পর ৩ জনের যাবজ্জীবন
- আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০১:০৬:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০১:০৬:৫৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ