ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি

চাঁদপুরের সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান বাহিনীর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৮:৫৭ অপরাহ্ন
চাঁদপুরের সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান বাহিনীর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ
গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসেসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. সেলিম বলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রূপসা গ্রামের ভূমিদস্যু হান্নানের সন্ত্রাসী বাহিনীর জুলুম নির্যাতন ও হামলার শিকার হয়ে আমরা একটি পরিবার জীবন নাশের আশঙ্কায় পথে পথে ঘুরছি। আমরা পরিবার নিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। আমরা একের পর এক নির্যাতনের শিকার হয়েছি ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু হান্নান ও তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা। আমাদের পরিবারের উপর এখন পর্যন্ত তার সন্ত্রাসী বাহিনী চার থেকে পাঁচ বার হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার পরিবারের কয়েকজনকে যখম করেছে এবং মেরে হাত-পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় বারবার থানায় অভিযোগ দেয়ার পরেও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নেয়া তো দূরের কথা, কোন প্রকারের আইনী ব্যবস্থা পর্যন্ত নেয়নি। সন্ত্রাসী হান্নান ও তার বাহিনীর সদস্যরা ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়িছাড়া করেছে। তিনি বলেন গত পহেলা এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ভূমিদস্যু ও তালিকাভুক্ত সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান ও তার সহযোগী মো. জব্বার, আনিছ, মহসিন, আনোয়ার, শামছুদ্দিনসহ আরও ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা জখম প্রাপ্ত ও আহত হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। ওই সময় সন্ত্রাসীরা লোহার রড, চাপাতি, দা, রামদা দিয়ে কুপিয়ে আমাদের দোকানের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর আমরা ফরিদগঞ্জ থানায় গেলে থানার ওসি শাহ আলম আমাদের অভিযোগ না নিয়ে আমাদের থানা থেকে বের করে দেয়। তিনি আরও বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে আমরা বক দখলে যাওয়ার চেষ্টা করলে হান্নানের নেতৃত্বে আমাদের পরিবারের সদস্যদের উপর কয়েকবার হামলা চালিয়ে আহত করেছে। এছাড়া পুলিশ কোন সহযোগিতা না করায় আমাদেরকে বাড়িছাড়া করার হুমকি দেয়। হান্নান একজন পেশাদার সন্ত্রাসী। তিনি একসময় বিডিআরের সিপাহী পদে চাকরি করতেন। চুরি ও নানা অপরাধের অভিযোগে তখন তাকে চাকরিচ্যুত করা হয়। তুমি বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করে এবং এলাকার অনেক মানুষের বাড়িঘর দখল করে নেয়। গত ৫ ই আগস্ট তার নেতৃত্বে ছাত্রজনতার উপর হামলা চালায়। আমাদের বাড়িঘর দখল করার পর আমরা থানায় মামলা করতে গেলে আমাদের কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবি করে থানার ওসি। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীদের সাথে ওসি আতাত করে। যার কারণে এখন মামলাতো দুরের কথা, একটি জিডিও থানায় গ্রহণ করেনি। ওসির কাছে গেলে গ্রেফতারের ভয় দেখায়। এ অবস্থায় আমরা স্বরাষ্ট্র উপদষ্টোসহ সরকারের কাছে আইনী সহযোগিতার দাবি করছি। এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখন ছুটিতে রয়েছি। এ বিষয়ে বলতে পারব না।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ