রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে নিচে পড়ে মো. শফিউল ইসলাম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গতকাল (১০ এপ্রিল) যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেকের মর্গে পাঠাই। মো. নাজমুল হাসান আরও জানান, নিহত শফিউল ইসলাম গাইবান্ধা জেলার শাঘাটা থানার শিমুলতলী গ্রামের মৃত শহিদুল ইসলামের সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
- আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৬:৩৪:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৬:৩৪:৪৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ