চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন লেগে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শুক্রবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশের এ বাজারে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও যুবায়ের জানান, সকাল সোয়া ৭টার দিকে বাজারের নবিরের হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো-নবিরের হার্ডওয়্যারের দোকান, শরীফের রঙের দোকান, অনিনের ফার্মেসি, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়্যারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, আব্দুর রহিমের ফার্মেসি ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এছাড়া বাকি দোকানগুলো আংশিক পুড়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, তাদের আট থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই ১৭টি দোকান পুড়ে যায়। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
