* অধীর আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা
* তুলে ধরা হয়েছে তরুণ প্রজন্মকে সামনে রেখে ২০৩৫ সালের রূপরেখা
* কমপক্ষে সাড়ে চারশ’র মতো বিনিয়োগকারীর অংশগ্রহণ
* স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫টি সমঝোতা চুক্তি সই
৭ থেকে ১০ এপ্রিল রাজধানী ঢাকায় হয়ে গেলো বিনিয়োগ সম্মেলন-২০২৫। দেশি-বিদেশি কমপক্ষে সাড়ে চারশ’র মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে। চারদিনের এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা, তরুণ প্রজন্মকে সামনে রেখে ২০৩৫ সালের রূপরেখা তুলে ধরেন তারা। ফলশ্রুতিতে অধীর আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হয়েছে সম্মেলনে। সব মিলিয়ে কয়েক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বহু দেশ।
সম্মেলনে বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সফররত দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১০ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে আর পাঁচ কোটি ডলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। চলতি বছর বাংলাদেশে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছে ব্রিকস গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাণ-আরএফএল ও আইএফসির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। দেশের নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ১২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর স্টার্টআপ খাতে গতি সঞ্চারে ১০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী ইনসেপ্টা গ্রুপ। বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ সফরে আসার কথা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী। চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকটি চীনা কোম্পানি ইলেকট্রনিক ভেহিক্যাল ট্রানজিশন, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, উইন্ড টারবাইনের মতো নবায়নযোগ্য শক্তির উৎস এবং অফশোর ফটোভোলটাইক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এদিকে, মাতারবাড়ীতে মুক্তবাণিজ্য জোন তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড গ্রুপ।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে একটি ত্রিপক্ষীয় ও চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, বীকন ফার্মাসিউটিক্যালস, দ্য এন্টারপ্রিনিউর গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট ও হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এই পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে। ব্যক্তিখাতভিত্তিক চারটি সমঝোতা চুক্তি দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। সম্মেলনের শেষ দিনে এসব সমঝোতা স্মারক সই হয়। একই দিন বিডা ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনক-এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক সই করে।
এছাড়া স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের লক্ষ্যে বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি অভিপত্র সইসহ বিভিন্ন চুক্তি হয়েছে। বিনিয়োগ সম্মেলন আপাতত সফল বিডা জানিয়েছে, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে। শেষদিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রেস ব্রিফিং করেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি। রোচি বলেন, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। সম্মেলনকে কেন্দ্র করে ১৮ থেকে ২৪ মাসের রোডম্যাপ করবে বিডা এমন তথ্য জানিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীরা সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেন বিনিয়োগ করতে, প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো। বিনিয়োগকারীরা বেশকিছু সমস্যার কথা জানিয়েছেন উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, সম্পদের প্রাপ্তি, নীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতিসহ মোটাদাগে চার থেকে পাঁচটির সমস্যার কথা তারা জানিয়েছেন। আমরা রাজস্ব বিভাগসহ বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে। বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বলেন, আমাদের উদ্দেশ্য কত বিনিয়োগ এলো সেটা নয়, আমরা চেয়েছি এই সম্মেলনের মাধ্যমে আমাদের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে একটা ধারণা দেয়া। একই সঙ্গে আমাদের বিভিন্ন সেক্টরের বিনিয়োগের কী ধরনের সুযোগ রয়েছে সেগুলো জানানো এবং তাদের সঙ্গে বিনিয়োগকারীদের একটি ম্যাচমেকিংয়ের ব্যবস্থা করিয়ে দেয়া, সেটা করতে আমরা সফল হয়েছি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বিনিয়োগ সম্মেলনে সফলতা
কয়েক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি বহু দেশের
- আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:০৬:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:০৬:১৭ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ