ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

আজহারীর ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ গণজমায়েত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:০২:৪৯ পূর্বাহ্ন
আজহারীর ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ গণজমায়েত
‘মার্চ ফর গাজা’ গণজমায়েতে নামবে জনতার ঢল
* আজকে ফিলিস্তিনের জন্য ‘ঢাকা’ সর্ববৃহৎ সংহতি-সমাবেশ
* মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য ৫ নির্দেশনা আহমাদুল্লাহর
* ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা হেফাজতের ও খেলাফত মজলিসের
* মার্চ ফর গাজা কর্মসূচিতে তারকা ক্রিকেটারদের একাত্মতা
 
ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকার রাস্তায় মুখরিত হতে যাচ্ছে লাখো মানুষ। আজ শনিবার বিকাল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত। কর্মসূচি সফলের লক্ষে অংশগ্রহণকারীদের জন্য ৫ নির্দেশনা দিয়েছেন আহমাদুল্লাহ। একাত্মতা ঘোষণা করেছেন হেফাজত-তারকা ক্রিকেটাররাও। এই কর্মসূচির আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম।
গাজার ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে। মার্চ ফর গাজা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম-ওলামা, স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে খতিবদের প্রতি আহ্বান জানান যেন তারা জুমার খুতবায় এই কর্মসূচির ব্যাপারে মুসল্লিদের উদ্বুদ্ধ করেন। এ আহ্বানের মধ্য দিয়ে ‘মার্চ ফর গাজা’ একটি জাতীয় পর্যায়ের মানবিক ও ধর্মীয় সংহতির প্রতীক হয়ে উঠেছে। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বও যৌথ বিবৃতিতে এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।
আজ বিকেল থেকে সোহরাওয়ার্দী উদ্যান নামবে মানবস্রোত : মার্চ ফর গাজা কর্মসূচি শুরুতে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আয়োজনের কথা থাকলেও পরে তা স্থানান্তর করে সোহরাওয়ার্দী উদ্যানে নির্ধারণ করা হয়। মূল আয়োজন বিকেল ৩টায় শুরু হয়ে চলবে মাগরিব পর্যন্ত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে ঢাকার রাস্তায় গাজা সংহতির সবচেয়ে বড় গণজমায়েত। এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম চলছে জোরেশোরে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে একাধিক ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে, যাতে আলেম, স্কলার, খেলোয়াড় ও তারকারা অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। এই তালিকায় আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, মাহমুদুর রহমান, ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আয়মান সাদিক, তামিম মৃধা প্রমুখ।
আয়োজকরা বলছেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে’ সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে গাজার নিপীড়িত মুসলিমদের পাশে থাকার বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেয়া যায়। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে হাজার হাজার নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। নারী ও শিশুদের সংখ্যা ভয়াবহ রকমের বেশি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসাবাড়ি সবই ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত। এই পরিস্থিতি বিশ্বজুড়ে মানবিক উদ্বেগের জন্ম দিয়েছে।
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, গাজার সাম্প্রতিক পরিস্থিতিকে জাতিসংঘের অনেক সংস্থা পর্যন্ত ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ জনগণ ও ইসলামপ্রিয় মানুষদের সমবেদনা ও প্রতিবাদ জানাতে রাস্তায় নামা এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ। তবে মার্চ ফর গাজা কর্মসূচি শুধু রাজনৈতিক কিংবা ধর্মীয় প্রেক্ষাপটেই নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব বহন করে। এটি একটি নাগরিক আন্দোলন, যা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে রূপ পেয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রমাণ করতে চায় যে, তারা নির্যাতিত মানুষের পাশে আছে, তাদের কণ্ঠস্বর বিশ্ব দরবারে পৌঁছে দিতে প্রস্তুত। মার্চ ফর গাজার মাধ্যমে ইসলামি স্কলার, তারকা খেলোয়াড় ও বিশিষ্টজনদের অংশগ্রহণ বাংলাদেশের গণমানসে একটি বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে সংহতির মাধ্যমে পরিবর্তন সম্ভব। এ কর্মসূচি বর্তমান সময়ে একটি ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছে।
মাওলানা মিজানুর রহমান আজহারির ডাক : গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাইকে আজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সশরীরে বিক্ষোভ করবেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন-বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে, যেখানে সব রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত ১২ এপ্রিল রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। যেমন : বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবুল কালাম আজাদ বাশার, প্রফেসর মোখতার আহমাদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ। মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন। এর আগে ৭ এপ্রিল ভিডিও বার্তায় আজহারি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল-মত-জাতি-পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া শুক্রবার তিনি লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ- আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।
মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য ৫ নির্দেশনা আহমাদুল্লাহর : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে ৫ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ওই গণজমায়েতে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ৫টি নির্দেশনা তুলে ধরেন। সেগুলো হলো-১. সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হবো। ২. আসার পথে কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্কসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব। ৩. যেকোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব, অনাকাক্সিক্ষত কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ৪. শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। ৫. জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সকল শ্রেণি-পেশা ও দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে উল্লিখিত নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করি।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতের একাত্মতা ঘোষণা : ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকালে সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান উক্ত কর্মসূচিতে একাত্মতা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান খেলাফত মজলিসের : প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক বিবৃতিতে দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এই কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।
মার্চ ফর গাজা কর্মসূচিতে তারকা ক্রিকেটারদের একাত্মতা : ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে শনিবার ‘মার্চ ফর গাজা’ নামে কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তারকা ক্রিকেটাররাও। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানিয়েছেন তাইজুল-নাহিদ রানারা। ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরতা। ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন গাজার ৫০ হাজারের বেশি মানুষ। ঘর বাড়ি হারিয়েছেন ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরাইলের এমন বর্বরতম গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। তারই অংশ হিসেবে গত ৭ এপ্রিল বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়েছে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচী। এবার ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচীর ডাক দিয়েছে ছাত্র-জনতা। যেটি শাহবাগ থেকে শুরু হয়ে যাবে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। এরইমধ্যে প্রতিবাদ কর্মসূচীটির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন, জনতার সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিবাদের মিছিলে শামিল হবেন তারাও। সঙ্গে আহ্বান জানিয়েছেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণের। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ১২ এপ্রিল শনিবার, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। আমি এ বিক্ষোভে সাথে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আরেক ভিডিও বার্তায় ক্রিকেটার নাহিদ রানা বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী ১২ তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত পোষণ করছি। বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এক বার্তায় বলেন, ‘মার্চ ফর গাজা শিরোনামে কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই এ কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং গাজাবাসীকে সমর্থন করি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি এই অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিদ তামিম সহ অনেকেই। একই সুরে সুর মেলান তারকা ফুটবলার জামাল ভূঁইয়া, ঋতুপর্ণা চাকমারাও।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স