ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল
* পরীক্ষায় বসেছে সন্তানরা, বাহিরে প্রার্থনায় অভিভাবকরা * পরীক্ষার্থীদের বাড়তি চাপ না দেয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার * এসএসসির প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩ হাজার

এসএসসি-সমমানের পরীক্ষা দিয়ে খুশি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৭:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৭:১৬:২৬ অপরাহ্ন
এসএসসি-সমমানের পরীক্ষা দিয়ে খুশি শিক্ষার্থীরা
সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথমদিনে বেজায় খুশি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। পরে বেলা ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে সন্তানরা পরীক্ষায় বসলেও কেন্দ্রের বাইরে বসে শুভ কামনা জানিয়ে প্রার্থনা ও দোয়া করছেন অভিভাবকরা।
পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার প্রথমদিনের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থীর মুখেই হাসি দেখা গেছে। রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে। তারা জানিয়েছেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্র পরীক্ষায় দিয়েছে, তা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেন।
রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এ কেন্দ্র থেকে বের হওয়া তাসনিম জামান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি বেশ ভালো ছিল। বাংলা প্রথমপত্র পরীক্ষা ভালো হবে, এটার আশা ছিল। যেমন প্রত্যাশা ছিল, তেমনটা লিখতে পেরেছি। বাকিটা ফল প্রকাশের পর দেখা যাবে। এর আগে সকাল ১০টায় সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী, প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। আগামী ১৫ এপ্রিল এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ, প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে রাজধানীর গভমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে আসেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। কারও সঙ্গে এসেছেন মা, কারও সঙ্গে এসেছেন বাবা, আর কারও সঙ্গে এসেছেন ভাই-বোন, আবার কারও সঙ্গে চাচা কিংবা অন্যান্য অভিভাবকরা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করিয়ে বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। কেউ হয়েছেন দোয়ায় মগ্ন আর কেউ করছেন পাশে থাকে মসজিদে প্রার্থনা। তাদের কামনা একটাই ভেতরে থাকা পরীক্ষার্থী যেন আল্লাহর সাহায্য পায়। আজিমপুর থেকে ছেলেকে সঙ্গে নিয়ে আসেন শিক্ষিকা ফাতেমা আক্তার। পরীক্ষা কেন্দ্রের সামনে তার সঙ্গে কথা হয় ঢাকা মেইলের। জানতে চাইলে তিনি বলেন, সকাল আটটায় বাসা থেকে ছেলে সঙ্গে রওনা দিয়েছি, যাতে কোনো ধরনের ভয় না পায় এবং নির্দ্বিধায় কলম যুদ্ধ চালিয়ে যেতে পারে। প্রস্তুতি ভালো নিয়েছে, এর আগে স্কুলে অনেক ভালো ফলাফল করেছে। বলেছি সবকিছু উত্তর দিতে, হয়তো দুই-একটা কমন পড়বে না। আল্লাহ যেন ছেলের সহায় হয়। বাহিরে মেয়ের জন্য অপেক্ষারত আব্দুল মান্নান বলেন, সন্তান সাধ্য মতো প্রস্তুতি নিয়েছি। আমার আশা ভালো ফলাফল করবে। আমি তার টেস্ট পরীক্ষার ফলাফল দেখেছি, তাতে ভালো রেজাল্ট করেছে। মেয়েকে বলেছি, প্রশ্ন দেখে কমন না পড়লে হতাশ হবা না। মনোবল শক্ত করে রাখবা। যাতে ভালোভাবে লিখতে পারে। পরীক্ষা নিয়ে এতো টেনশন করার কিছু নেই, তবে পড়তে হবে। তবে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। আরেক অভিভাবক হাসান আলী বলেন, যতক্ষণ পরীক্ষা শেষ না হবে, ততক্ষণ বাসায় গিয়ে স্থির থাকতে পারব না। শিক্ষাজীবনের যে কয়েকটি ধাপ রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড়টিতে ছেলে অংশ নিচ্ছে। একটু টেনশনতো হচ্ছেই। তবে ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং দোয়া দরুদ পড়ছি। যাতে তার পরীক্ষা সহজ হয়।
সন্তানকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থেকে আসা সালমা ইসলাম বলেন, মেয়ে যথাযথভাবে প্রস্তুতি নিয়ে। পরীক্ষার আগে বারবার বাসায় পরীক্ষা দিয়েছে, পড়াশোনায় অনেক মনোযোগী। কখনও পড়ার জন্য তাগাদা দেয়া লাগেনি, নিজ থেকে মেয়ে পড়াশোনা করেছে। মেয়ের লক্ষ্য চিকিৎসক হবে, এজন্য আমাকে বলা লাগে না পড়াশোনার জন্য। আল্লাহ তার ভালো করুক।
পরীক্ষার্থীদের বাড়তি চাপ না দেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টা: পরীক্ষার্থীদের বাড়তি চাপ না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেছেন, পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা রকম চাপের মধ্যে থাকে। কোনও বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি না করা হয় সেজন্য সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সারাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৯ লাখ ২৮ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৮১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এটি বিশাল কর্মযজ্ঞ। আমরা চেষ্টা করেছি এটি সুচারুভাবে সম্পন্ন করতে। আমরা মনে করি, পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আশা করি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা অবশ্যই বিবেচনার মধ্যে ছিল। সে হিসেবে যে সূত্র থেকে, প্রশ্ন তো ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাক করতে যেন সেখান থেকে প্রশ্নফাঁস না হতে পারে। আশা করি, আমরা সফল হবো। আজ এখন পর্যন্ত এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। এটা অবশ্যই টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা দেখেছি এবং কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করবো তারা বিরত থাকবে। দেশের মঙ্গলের জন্য আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের রাজনৈতিক অবস্থান বা পছন্দ থাকতে পারে, প্লিজ পরীক্ষা এমন একটা বিষয় এটা অনেক প্রস্তুতির পর নেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের নানান রকমের মানসিক চাপ এখানে থাকে। অভিভাবক ও শিক্ষকদের মানসিক চাপ থাকে। এটার সঙ্গে বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি করা না হয়— সেজন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩ হাজার: এবার অনুপস্থিতির হার ১ দশমিক ০২ শতাংশ। গত বছর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ২ জন পরীক্ষার্থী। এবার অনুপস্থিতির হার ১ দশমিক ০২ শতাংশ। গত বছর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। সে তুলনায় এবার অনুপস্থিতি কমেছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসএসসি পরীক্ষা উপলক্ষে খোলা হয়েছে কন্ট্রোল রুম: ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নিম্নলিখিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ের খবরে প্রচার এবং স্কুলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানার জন্য ফোনে ফোন নম্বর-০২-২২৩৩৬৯৮১৫, মোবাইল নম্বর-০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স