ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

ফিক্সিং অভিযোগে তদন্ত শুরু করলো বিসিবি

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৩:৫৩ অপরাহ্ন
ফিক্সিং অভিযোগে তদন্ত শুরু করলো বিসিবি
গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হওয়ার পরই সন্দেহ দানা বাধতে শুরু করে। শাইনপুকুরের শেষ ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন, তাকে চোখ বন্ধ করে যে কেউ বলে দিচ্ছেন, এটা নিশ্চিত ফিক্সিং। তার আউট হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছি ছি করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানো হয়- এই অভিযোগটারই যেন সত্যতা মিললো আউট হওয়ার এ ঘটনায়। অথচ, বিসিবির বর্তমান কমিটি ক্রিকেটে যে কোনো ধরনের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছিল। শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় যখন তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গনে, তখন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিষয়টা তাদেরও নজরে এসেছে। এ কারণে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট এবং লিগ টেকনিক্যাল কমিটি শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ঘটে যাওয়া এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৯ এপ্রিল-২০২৫ তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনুষ্ঠিত গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে যে অভিযোগ উঠেছে, সেটি আমলে নিয়েছে। বিসিবি সবসময়ই বলে আসছে, তারা খেলার প্রতিশ্রুতি বজায় রাখা এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। খেলার চেতনাকে লঙ্ঘন করতে পারে এমন যে কোনো ধরণের দুর্নীতি বা অসদাচরণের প্রতি বোর্ড জিরো-টলরারেন্স নীতি প্রদর্শণ করবে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং লিগের টেকনিক্যাল কমিটি এরই মধ্যে এই ম্যাচের সাথে সম্পর্কিত অভিযোগের তদন্ত শুরু করেছে। বিসিবি তার এখতিয়ারের অধীনে সকল ক্রিকেটীয় কার্যক্রমে ন্যায্যতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় রয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর সুপার লিগে ওঠার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। গত বুধবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে গুলশান ৪১ ওভারে অলআউট হয়ে যায় ১৭৮ রান। জবাব দিতে নেমে শাইনপুকুর জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো। শেষ মুহূর্তে ৬ রান প্রয়োজন ছিল তাদের। এমন সময়ই স্ট্যাম্প আউট হওয়ার এই নাটক সাজান মিনহাজুল আবেদীন সাব্বির। বোলার নাঈম ইসলাম ব্যাটারকে ডাউন দ্য উইকেটে এগিয়ে আসতে দেখে অফ সাইডে ওয়াইড দিয়ে বসেন। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। প্রথমবারে স্ট্যাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন; কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল। পরের দফায় স্টাম্পে লাগিয়ে গুলশানের জয় নিশ্চিত করেন আলিফ। যে আউট নিয়ে প্রশ্ন জেগেছে মিরপুরে, এমনকি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ওই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সবাই সমালোচনায় মেতে ওঠে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স