
মুজিববর্ষ-ম্যুরাল নির্মাণ : হাসিনা-রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের
- আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৮:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৮:৩৩ অপরাহ্ন


মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ক্ষতি সাধনের অভিযোগে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গতকাল বুধবার বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই চার হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে সাত সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির দলনেতা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামকে । অনুসন্ধানকারী দলকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করার অনুরোধ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ