ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর
চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে সব পুড়ে গেছে। পুড়ে গেছে জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপ, জাহেদুল ইসলাম মুন্নার আইসক্রিম ফ্যাক্টরি ও তাজমহল কমিউনিটি সেন্টার। এ ছাড়া পুড়ে গেছে ভাড়ায় বসবাস করা তারেকুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, মোহাম্মদ খোকন, চঞ্চল, হোসেন, ডালিম, টিটু, তোজা, আসাদুল, মতিউর রহমান মতি, মো. আলী, ফাতেমার ঘর। ক্ষতিগ্রস্ত কবির হোসেন বলেন, আমরা ১৩ পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সবাই বিভিন্ন জায়গায় ব্যবসা ও কাজকর্ম করে থাকে। গত মঙ্গলবার রাত ২টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনোমতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী খাবো? কোথায় থাকবো? ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, আগুনে আমার ওয়ার্কশপের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ক্ষতিগ্রস্ত জাহেদুল ইসলাম মুন্না বলেন, আমার আইসক্রিম ফ্যাক্টরি ও স্ক্র্যাপের দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এই আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী বলেন, গত মঙ্গলবার রাতে হাদিফকিরহাট বাজারে আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। মীরসরাই, সীতাকুণ্ডসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৈদ্যুতিক শট সাকির্টে আগুনে সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের বড় বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স