ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৬:০৭ অপরাহ্ন
অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে ঘরের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজেয় যাত্রা থেমে গেছে বায়ার্নের। ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্নের বিপক্ষে দুটি ম্যাচেই ২-০ গোলে হেরেছিল ইন্টার। ওই মৌসুমেই ফাইনালে উঠেছিল বায়ার্ন। তবে ২০১০ সালের ফাইনালে বায়ার্নকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার। একই মৌসুমে সিরি আ এবং ইতালিয়ান কাপ জিতে ‘ট্রেবল’ জয় করেছিল তারা। এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত মঙ্গলবার রাতে বায়ার্ন ছিল চোটজর্জর। জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা হ্যামস্ট্রিং চোটে থাকায় খেলতে পারেননি। ইন্টারও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামে। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে ১০ গোল করা বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইন ১৪ মিনিটে ভালো একটা সুযোগ পান। কিন্তু তার দুর্বল হেড ইন্টার গোলরক্ষক ইয়ান জোমার সহজেই ধরে ফেলেন। ২৬ মিনিটে কেইনের কাছে আরও বড় সুযোগ আসে। গোলপোস্টের বাঁদিকে একেবারে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হতাশায় কেইন হাঁটু গেড়ে বসে পড়েন এবং মুখ চেপে ধরেন। অন্যদিকে ৩৮ মিনিটে সুযোগ পেয়ে কোনো ভুল করেননি ইন্টারের তারকা লাওতারো মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কার্লোস অগুস্তোকে বাঁদিকে পাস দেন আর্জেন্টাইন তারকা। অগুস্তো ক্রস করেন মার্কুস থুরামের দিকে। থুরাম হালকা ব্যাক-হিল করে বল ফিরিয়ে দেন লাওতারোর কাছে। এরপর জোরালো শটে বল জালে পাঠান লাওতারো। চ্যাম্পিয়ন্স লিগে এটি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার শেষ চার ম্যাচে ষষ্ঠ গোল। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ পায়। তবে সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের চাপ বাড়াতে থাকে বায়ার্ন। সেই চাপের ফল আসে ৮৮ মিনিটে। কনরাড লাইমার ক্রস করেন বক্সের পেছন দিকে, বল পেয়ে তিন গজ দূর থেকে শট নিয়ে গোল করেন জার্মান মিডফিল্ডার থমাস মুলার। এরপর জয়ের আশায় বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে বায়ার্ন। কিন্তু সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ডিফেন্স ফাঁকা করে বায়ার্নের উপরে উঠে খেলার সুযোগ কাজে লাগায় ইন্টার। অগুস্তোর পাস থেকে বল পেয়ে বায়ার্নের জাল কাঁপান ডেভিডে ফ্রাত্তেসি। এতে স্তব্ধ হয়ে যান বায়ার্নের হাজার হাজার দর্শক। ম্যাচ শেষ হতাশার সূরে বায়ার্নের মুলার বলেন, আজকের রাতটা খুব একটা সহজ ছিল না, আমরা সেটার প্রত্যাশাও করিনি। যারা সুযোগ কাজে লাগাতে পেরেছে, তারাই জয় পেয়েছে। আমাদেরও বেশ কিছু সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তের কন্টার-অ্যাটাকে ওরা আবার লিড নিয়ে নেয়। তা না হলে ম্যাচটা ১-১ এ শেষ হতো এবং মুলারের গল্পটা অন্যরকম হতো। আগামী বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা অথবা বরুশিয়া ডর্টমুন্ডের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স