ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা-হাসান আলি

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৪:২৫ অপরাহ্ন
আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা-হাসান আলি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসর শুরু হতে বাকি মাত্র একদিন। আগামীকাল শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ সংস্করণের। অন্যদিকে সীমান্তের ওপারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে চলছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এবার দুই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচের সূচি সাংঘর্ষিক হবে। যে কারণে দোটানায় পড়বেন দর্শকরা। কোনটা বাদ দিয়ে কোনটা দেখবেন, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন তারা। আইপিএল যেহেতু বড় টুর্নামেন্ট, তাই স্বভাবতই সেটিকে নজর থাকার থাকার কথা দর্শকদের। কগজে-কলমে আইপিএল বড় ও আকর্ষণীয় টুর্নামেন্ট হলেও বরাবরের মতোই সেটি মানতে নারাজ পাকিস্তানিরা। তাদের দাবি, আইপিএলের তুলনায় পিএসএলের জনপ্রিয়তাও কম নয়। তাদেরও অনেক দর্শক আছেন। সর্বশেষ পাকিস্তানিদের সেই দাবির ধারাবাহিকতা ধরে রাখলেন পেসার হাসান আলি। করাচি কিংসের এ পেসার মনে করেন, দর্শকরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে। ‘জিও নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আলি বলেন, ‘দর্শকরা সেই টুর্নামেন্টই দেখে যেখানে ভালো ক্রিকেটের সঙ্গে বিনোদন থাকে। আমরা যদি পিএসএলে ভালো খেলি, দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবেন।’ আইপিএল বিশ্বের সব ক্রিকেট বোর্ড এবং ভক্তদের কাছ থেকে অনেক বেশি আকর্ষণ পায়। খেলোয়াড়দের সঙ্গে বিশাল অর্থের চুক্তি, টুর্নামেন্ট থেকে আয়কৃত রাজস্ব, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় এবং তারকা খ্যাতি Ñ সব কিছুতেই পিএসএলকে ছাড়িয়ে যায় আইপিএল। ২০২৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছিলেন, পিএসএল ১৫ কোটি মানুষ দেখেছিলেন।যেখানে সব ধরনের মাধ্যমে আইপিএল দেখেছিল ১৩ কোটি মানুষ। তবে দুঃখজনকভাবে তারপর থেকে আইপিএল অনেকটাই ছাড়িয়ে গেছে পিএসএলকে এবং এখনো সেই ব্যবধান রয়েছে। তবে হাসান আলির দাবি যথার্থ হতে পারে বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে। আইপিএলের চলতি মৌসুমে কোনো বাংলাদেশি তারকা খেলছেন না। অন্যদিকে পিএসএলে তিনজন- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। যে কারণে খুব স্বাভাবিকভাবেই আইপিএল ছেড়ে পিএসএলে ঝোঁক তৈরি হবে বাংলাদেশি দর্শকদের। উল্লেখ্য, লিটন খেলবেন করাচি কিংসের জার্সি গায়ে, রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স