ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

পারিশ্রমিক বকেয়া ইস্যুেত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:২৩:৪৭ অপরাহ্ন
পারিশ্রমিক বকেয়া ইস্যুেত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা
এবার ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে অসন্তোষ। ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে অনুশীলন বয়কট করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ঈদের আগে বারবার আশ্বাস দেওয়া হলেও পারিশ্রমিক বকেয়া রয়ে গেছে এখনও। বাধ্য হয়ে তাই গতকাল বুধবার দলের বড় একটি অংশ অনুশীলন বয়কট করে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার অনুশীলন করার কথা ছিল সাব্বিরদের। তবে তখন পর্যন্ত দলের ক্রিকেটাররা পাননি পারিশ্রমিকের প্রাপ্য অংশ। বিদ্রোহী ক্রিকেটাররা মাঠে এলেও অধিকাংশ ক্রিকেটার অনুশীলন না করেই ফিরে যান। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক ক্রিকেটার বলেন, ‘আমরা আপাতত আজকে অনুশীলন করব না, বিসিবিতে যাব। সত্যি কথা বলতে, পারটেক্সের একেকজন প্লেয়ারের পেমেন্ট খুবই কম। ধরেন, একজনের পেমেন্ট ৩ লাখ টাকা, সে পেয়েছে ৫০ হাজার টাকা। কেউ হয়তো ১ হাজার টাকাও পায়নি। এতো কম টাকার পরও যদি পেমেন্ট না দেয় তাহলে একটা প্লেয়ার চলে কী করে, খেলবে কী?’ ১২ দলের লিগে পারটেক্স আছে ১১ নম্বরে। ৯ ম্যাচ খেলে জিতেছে দুটি ম্যাচ, সাতটিই হেরেছে। ঐ ক্রিকেটার জানান, ‘আমরা চেষ্টা করছি, হারজিত তো মাঠের খেলা। আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটার জন্য তো লেখা থাকে না, হারলে টাকা দিব না, জিতলে টাকা দিব। ঈদের আগে বলেছে টাকা দিবে, দেয়নি। আজকের হবে না, শুক্রবার ম্যাচ আছে তাও দিবে না। পেমেন্ট না পেলে কেউ ম্যাচ খেলতে যাবে না।’ ক্রিকেটারদের ঈদের আগেই পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও দফায় দফায় তাদের আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি রাখা হয়নি। পারিশ্রমিক ইস্যুর সমাধান না হলে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচও বয়কট করা হতে পারে অনুশীলনের মতো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স