অভিনয় ও প্রযোজনায় জীবনের অসামান্য অবদানের জন্য রবার্ট ডি নিরোকে দেওয়া হচ্ছে সম্মানজনক পাম ডি’অর। আগামী ১৩ মে শুরু হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ঠিক ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা। সেই দিনেই এবার পুরস্কারটি পাচ্ছেন তিনি। রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৬ সালে তিনি অংশ নেন দুটি অফিসিয়াল নির্বাচিত ছবিতেÑ বার্নার্ডো বার্তোলুচ্চির ‘১৯০০’ এবং মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’। এর মধ্যে ‘ট্যাক্সি ড্রাইভার’ সেবার জিতে নেয় সেরা ছবির পুরস্কার পাম ডি’অর। এরপর ১৯৮৩ সালে স্করসেজির ‘দ্য কিং অব কমেডি’ এবং ১৯৮৪ সালে সের্জিও লেওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’ ছবিতে কান উৎসবে ফিরেন তিনি। ১৯৮৬ সালে ‘দ্য মিশন’ ছবির মাধ্যমে আবারও তিনি জিতেছেন পাম ডি’অর। সবশেষ ২০২৩ সালে তিনি ছিলেন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সঙ্গে কানের লাল গালিচায়। এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ডি নিরো। তিনি বলেন, ‘কান উৎসবের প্রতি আমার অনুভূতি অনেক গভীরÑবিশেষ করে এখন, যখন বিশ্বে অনেক বিভক্তি, তখন কান আমাদের একত্র করেÑগল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে যাই। এটা যেন ঘরে ফিরে আসার মতো।’ পুরস্কার পাওয়ার পাশাপাশি ১৪ মে, বুধবার ডেবুশি থিয়েটারে একটি মাস্টারক্লাসও নেবেন ডি নিরো। উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ মে থেকে ২৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো
- আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৮:০৪:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৮:০৪:০৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ