ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৮:০৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৮:০৪:০৩ অপরাহ্ন
সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো
অভিনয় ও প্রযোজনায় জীবনের অসামান্য অবদানের জন্য রবার্ট ডি নিরোকে দেওয়া হচ্ছে সম্মানজনক পাম ডি’অর। আগামী ১৩ মে শুরু হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ঠিক ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা। সেই দিনেই এবার পুরস্কারটি পাচ্ছেন তিনি। রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৬ সালে তিনি অংশ নেন দুটি অফিসিয়াল নির্বাচিত ছবিতেÑ বার্নার্ডো বার্তোলুচ্চির ‘১৯০০’ এবং মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’। এর মধ্যে ‘ট্যাক্সি ড্রাইভার’ সেবার জিতে নেয় সেরা ছবির পুরস্কার পাম ডি’অর। এরপর ১৯৮৩ সালে স্করসেজির ‘দ্য কিং অব কমেডি’ এবং ১৯৮৪ সালে সের্জিও লেওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’ ছবিতে কান উৎসবে ফিরেন তিনি। ১৯৮৬ সালে ‘দ্য মিশন’ ছবির মাধ্যমে আবারও তিনি জিতেছেন পাম ডি’অর। সবশেষ ২০২৩ সালে তিনি ছিলেন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সঙ্গে কানের লাল গালিচায়। এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ডি নিরো। তিনি বলেন, ‘কান উৎসবের প্রতি আমার অনুভূতি অনেক গভীরÑবিশেষ করে এখন, যখন বিশ্বে অনেক বিভক্তি, তখন কান আমাদের একত্র করেÑগল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে যাই। এটা যেন ঘরে ফিরে আসার মতো।’ পুরস্কার পাওয়ার পাশাপাশি ১৪ মে, বুধবার ডেবুশি থিয়েটারে একটি মাস্টারক্লাসও নেবেন ডি নিরো। উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ মে থেকে ২৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স