ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০২:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০২:২৮:৪০ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল
দেশের উদীয়মান উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দিতে বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। শুধুমাত্র স্টার্টআপ বা নবীন ব্যবসা উদ্যোগগুলোর মূলধন সহায়তার জন্যই এই তহবিল বরাদ্দ করা হবে। গতকাল সোমবার ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন। গভর্নর জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে এবং দ্রুতই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, “নতুন উদ্যোক্তাদের সফলতার জন্য সময়, ধৈর্য ও অধ্যবসায় প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তরুণরা যদি সুযোগ পায়, তাহলে বাংলাদেশ থেকে বিকাশের মতো আরও ইউনিকর্ন (অত্যন্ত সফল স্টার্টআপ) গড়ে উঠতে পারে।” গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, “বর্তমানে ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হয়Ñএটি সত্য। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিশ্বাস করে, যথাযথ সহায়তা পেলে এসব উদ্যোগই একদিন সফলতার নতুন গল্প রচনায় সক্ষম হবে।” সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা মনে করেন, বাংলাদেশে উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা সম্ভাবনা বিদ্যমান থাকলেও আর্থিক সহায়তার অভাবে অনেক উদ্যোগ থেমে যায়। বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “নতুন ব্যবসা শুরুর পথে বিভিন্ন প্রশাসনিক প্রতিবন্ধকতা, যেমন ট্রেড লাইসেন্স নবায়নে জটিলতা, উদ্যোক্তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ।” সম্মেলনে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “সরকার ইন্টারনেট সেবার মান বাড়াতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে। মোবাইল ও ব্রডব্যান্ড অপারেটরদের উৎসাহিত করা হচ্ছে উন্নত সেবা দিতে।” তৈয়্যব আরও স্পষ্ট করে বলেন, “বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না এবং ভবিষ্যত সরকার যেন তা করতে না পারে, সেজন্য আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে। টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১-এর ইন্টারনেট বন্ধের বিধান সংশোধনের কাজ চলছে।” চার দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ থেকে প্রায় ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘স্টার্টআপ কানেক্ট’ অধিবেশন, যেখানে দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তারা অংশ নেন। ভার্চ্যুয়াল বার্তায় লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান বাংলাদেশের উদ্যোক্তা পরিবেশকে স্বাগত জানান এবং স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ