আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত ‘দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। কারণ, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সবার মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না। ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো। তাদের কোনও পণ্য ব্যবহার করবো না। আমরা ইসরায়েলের সমস্ত কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিত হয়েছি। ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ওআইসি কী করছে আসলে? তারা ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এত মানুষকে মৃত্যু দেখতে হতো না। ইলিয়াস কাঞ্চন বলেন, মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে প্রতিবাদ করার আহ্বান করছি। সারাবিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক। মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাবো। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। আমরা প্রয়োজনে সারা পৃথিবী থেকে লংমার্চ করে ইসরায়েলের দিকে অগ্রসর হবো। কোটি কোটি মুসলিম ভাই-বোনেরা যদি লংমার্চ করে যায় তাহলে আমাদের গোলাবারুদের প্রয়োজন হবে না। নিসচা’র মহাসচিব লিটন এরশাদ বলেন, কেন ওআইসির মতো একটি সংগঠন ভূমিকা রাখতে পারছেনা? তারা যদি ভূমিকা রাখতে পারতো তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এটা অনেক আগেই থেমে যেতো। আমি বলতে চাই সমগ্র মুসলিম জাতি এক হোন। এসময় বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী মো. মতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন
- আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১১:০১:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:৩৩:০২ পূর্বাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ