ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। অর্ধমাস বন্ধ থাকা শ্যাডোর টিনের দরজাগুলো খুলেছে। লেকচার শিট ফটোকপি করতে সেখানে শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন। হলের রুমে রুমে তালা লাগানো দরজাগুলো খুলছে। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ফিরছে চিরচেনা রূপে। গতকাল রোববার সকালে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শ্রেণি কার্যক্রম শুরু হলেও হলগুলোর ক্যান্টিন পুরোপুরি চালু হয়নি। ফলে খাদ্য সংকটে পড়তে হচ্ছে হলে অবস্থানরত শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হয়ে যাওয়ায় গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকালেও শিক্ষার্থীরা হলে ফিরছেন। টিএসসিতেও শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। কলাভবন ও ভার্সিটি শ্যাডো এলাকায় শিক্ষার্থীদের সকালের নাস্তা ও ফটোকপির দোকানে ভিড় করতে দেখা গিয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে কেমন লাগছে জানতে চাইলে ঢাবির মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মারুফ হাসান শাহিন বলেন, ক্যাম্পাসই এখন বেশি আপন লাগে। আর বেশিদিন থাকতে পারবো না ভেবে আবার খারাপও লাগে। রোজার এক মাস পুরোটাই ছুটি ছিল, তবে আজ (গতকাল রোববার) ক্লাস থাকায় গতকাল (গত শনিবার) হলে এসেছি। ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। একইসঙ্গে ক্যান্টিনের সেই জঘন্য খাবার খেতে হবে ভেবে খারাপ লাগছে। সকালেই হলে ফিরেছেন ফারসি বিভাগের শিক্ষার্থী আলামিন হোসেন। তিনি বলেন, ‘ক্লাস শুরু হয়ে যাওয়ায় হলে চলে আসতে হলো। নয়তো মায়ের হাতের রান্না, পরিবার ছেড়ে কে আসতে চায়? আবার ভালোও লাগছে- বন্ধুদের সঙ্গে দেখা হবে, চায়ের আড্ডা, ক্লাস সব মিলিয়ে ভালো খারাপ দুই রকম অনুভূতিই হচ্ছে। প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবস, জুমু’আতুল বিদা, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত মাসের ২৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত ছিল ছুটি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ