
শরীয়তপুর ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা


শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীসহ এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তাার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল রোববার থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে এজাহারনামীয় আসাামি ও এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তাার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ সাত জনকে গ্রেপ্তাার করেছে। এ ছাড়া এ মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে বরিশাল থেকে গ্রেপ্তাার করে র্যাব। বাকিদের গ্রেপ্তাারের চেষ্টা চালানো হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ