ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা তেল ও চাল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে হবে- বাংলাদেশ ন্যাপ বিলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে- প্রাণিসম্পদ উপদেষ্টা ভূমি জরিপের মামলার জট নিরসনে উদ্যোগ নেই শোক সংবাদ ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে -স্বরাষ্ট্র উপদেষ্টা আনন্দ-গান-শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন ভারত নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা রেলে ইঞ্জিন-কোচ সংকটে বন্ধ রয়েছে ৭৯টি ট্রেন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ পার্বত্য চট্টগ্রামে পানির তীব্র সংকট পাহাড়ে জনজীবন বিপর্যয়

দিনাজপুরে বোরোর বাম্পার ফলনেও হতাশ ভালো দাম না পাওয়ায় শঙ্কিত কৃষক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩০:৪২ অপরাহ্ন
দিনাজপুরে বোরোর বাম্পার ফলনেও হতাশ  ভালো দাম না পাওয়ায় শঙ্কিত কৃষক দিনাজপুরে বোরোর বাম্পার ফলনেও হতাশ ভালো দাম না পাওয়ায় শঙ্কিত কৃষক
দিনাজপুর প্রতিনিধি 
দক্ষিণা বাতাসে দিনাজপুরের বোরো খেতে দুলছে কৃষকের সোনালি স্বপ্নশুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াই উৎসবতবে চাহিদা মতো দাম না থাকায় ভালো ফলনেও হতাশ ধানচাষিরাজেলার বিভিন্ন উপজেলার বোরো খেত ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনালি রঙের পাকা ধানযেন মাঠে সোনা ছিটিয়ে পড়ে আছেমনের সুখে এসব ধান কাটছে চাষিরাকাটা-মাড়াই খরচ মিলে শ্রমিকরা নিচ্ছেন বিঘাপ্রতি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকাবাজারে ধানের ভালো দাম না থাকায় উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কিত চাষিরাতবে সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে হয়তো দাম বেশি পাওয়া যেত, এমনটাই আশা কৃষকদের
হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, এবার আমি পাঁচ বিঘা জমিতে ইরি ধান চাষ করেছিফলন আল্লাহ দিলে অনেক ভালো হয়েছেকাটা-মাড়াই শুরু করেছিবিঘাপ্রতি ২৩-২৪ মণ ধান ঘরে তুলছিতবে বাজারে ধানের দাম কমবিরামপুর উপজেলার জোতবানি গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, ১৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিকয়েকটা জমির ধানে পাক ধরেছেএসব পাকা ধান কাটতে লোক লাগিয়েছিবাকি জমির ধান পাকতে আরও ৮-১০ দিন সময় লাগবে
আবহাওয়া ভালো থাকলে আশা করছি ফলনও ভালো পাবোধানকাটা শ্রমিক আশরাফ আলী বলেন, আমরা ১০ জনের একটি দল, একসঙ্গে ধান কাটা-মাড়াই করছিশুধু ধান কেটে নিলে আমরা বিঘাপ্রতি ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা নিচ্ছিআর কাটাসহ মাড়াই করে নিলে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা নিচ্ছিআমরা দিনে প্রায় ৪ থেকে ৫ বিঘা জমির ধান কাটা-মাড়াই করছি
হাকিমপুর উপজেলার কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ১১৫ হেক্টর জমিসেখানে চাষ হয়েছে ৭ হাজার ৫৯৫ হেক্টর জমিমাঠে বোরো ধানের ফলন এখন পর্যন্ত ভালো আছে
বিভিন্ন চিকোন জাতের ধান বিঘাপ্রতি ২৫-২৬ মণ হচ্ছেএছাড়াও উন্নত জাতের বীজ থেকে প্রতি শতকে ১ মণ হারে কৃষকরা ধান পাচ্ছেনআশা করছি আবহাওয়া ভালো থাকলে কৃষকরা তাদের কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারবেনদিনাজপুর জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, জেলার ১৩টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছেএ জেলা ধানের জন্য বিখ্যাত, পাশাপাশি অন্যান্য ফসলও অনেক ভালো হয়ে থাকেআমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছিআশা করছি, কৃষকরা লাভবান হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য