ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা : আহত ৭ প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শিখরে বাবর আলী রাজনীতির ময়দানে টিকে থাকতে জাপা’র পরিকল্পনা গাজায় গণহত্যা : চার জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায় ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ভোটের প্রস্তুতিতে সংস্কার প্রস্তাবে গুরুত্ব কম ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি’র কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস অবশেষে লম্বা ছুটি কাটিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি দেখতে উপচেপড়া ভিড়, রাজস্ব আয় ৫ লাখ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১০:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১০:০২:৫৪ অপরাহ্ন
সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি দেখতে উপচেপড়া ভিড়, রাজস্ব আয় ৫ লাখ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের বালিয়াটি জমিদার বাড়ি দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ জমিদার বাড়ির পর্যটকদের ঘিরে তৈরি হয়েছিল শতাধিক ভাসমান বিভিন্ন দোকান। টানা ছুটিতে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে আগ্রহী দেশ-বিদেশের নানা স্থান থেকে পর্যটকরা ছুটে এসেছেন প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই জমিদার বাড়িতে।
বিগত বছরগুলিতে ঈদের দিন বন্ধ থাকলেও এবার ঈদুল ফিতর দিন সোমবার ৩১ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেছেন ১৬ হাজারেরও বেশি পযটক, যা এই ঐতিহাসিক স্থানটির জন্য এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ৬ দিন ধরে চলা এই ঈদের ছুটিতে জমিদার বাড়ির জনপ্রিয়তা বেড়েছে।  এর ফলে এখানে শুধু টিকিটি বিক্রি করে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।
বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত। শনিবার দুপুর ১ টার দিকে গিয়ে দেখা যায় ছুটির শেষ দিনেও বেশ ভীড়। মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে।
ধামরাই উপজেলার জালসা গ্রাম থেকে ঘুরতে আসা সাজিদুর রহমান বলেন, ঈদের ছুটি আজকেই শেষ, তাই শনিবার পরিবারের ৬ সদস্য নিয়ে জমিদার বাড়িতে ঘুরতে এসেছি। ৩০ টাকা করে ৪টি টিকেট কিনেছি। আর ৪  ও ৬ বছরের দুই শিশুর টিকিট লাগেনি। এই ৬ সদস্য নিয়ে কোন বেসরকারী কো প্রতিষ্ঠানে গেলে পরিবেশ ভেদে ৫-৮ হাজার টাকা শুধু টিকিট লাগত। সেখানে আমরা বালিয়াটি জমিদার বাড়িতে ১২০ টাকার টিকিট কেটে ঈদের আনন্দ উপভোগ করলাম।
মির্জাপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুর রহমান বলেন, আমি ধামরাই উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। রোববার বাড়ি থেকে গিয়ে অফিস করব। তাই ছুটির শেষ দিন এসে বালিয়াটি জমিদার বাড়িতে বেড়াতে আসলাম।
ঢাকার আমিন বাজারের বাসিন্দা আমিনুর রহমান বলেন, ঢাকায় বিভিন্ন কোলাহল। জন প্রতি ১০০ টাকা খরচ করে বালিয়াটি জমিদার বাড়িতে বেড়াতে এসেছি বন্ধুদের নিয়ে। ৩০ টাকায় দিনভর ঘুরলাম এ নান্দনিক জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সামনের হোটেলে গ্রামীণ পরিবেশে অল্প টাকা দুপুরের খাবারও খেলাম।
জমিদার বাড়ির ভিতরে দুপুর থেকে ৩ টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়। টিকিট কেটেই প্রথমে চলে যাচ্ছে অন্দর মহলে। জমিদার বাড়ির ৪টি ভবনের বা থেকে ২য় টির ২য় তলায় অবস্থিত ৪ টি রুমে জমিদার বাড়ির বিভিন্ন আসবাব পত্র সাজানো। কথিত আছে বড় রুমের ভিতরে জমিদারগণ নৃত্য দেখত আর আনন্দ উপভোগ করত। ৪ টি ভবরের বারান্দায় প্রবেশ করে কেউ সেলফি তুলছেন।  পিছনে রয়েছে ৭ ঘাটলা বিশিষ্ট পুকর। ৪ টি বড় ভবন ছাড়াও পিছনে রয়েছে আরও ৩ টি বড় অট্রালিকা। সবগুলি আবার সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সামনের সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে ৪টি সিংহ দ্বার। যার পিছনে ফেলে ছবি তুলতে বেশী ব্যাস্ততা প্রর্যটকদের। গ্রুপ ছবি তুলতে তুলতে কাচা ঘাষের উপর বসে সময় পার করছেন অনেকেই।
আর জমিদার বাড়ির সামনে বিভিন্ন শতাধিক দোকান বসেছে। বসানো হয়েছে নাগরদোলা ও শিশুদের কেন্দ্র করে বিভিন্ন ষ্টল। ফুচকা, চটপটি ও গরমের জন্য লোকাল ডাব, সরবতের বিভিন্ন দোকান। আর বিভিন্ন কোমল পানীয়, আইসক্রিম এর স্থায়ী ও অস্থায়ী দোকান।
খলিলাবাদ গ্রামের পাখি মিয়া বলেন, এসব অস্থায়ী দোকান এই ঈদের ছুটিতে ২ থেকে ৩ লক্ষ টাকার বেচা কেনা হয়েছে।
এ প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সবার আগমনে আমরা খুবই আনন্দিত। দেশের অন্যান্য অঞ্চলের দর্শনার্থীরা এখানে এসে আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। এতে যেমন পর্যটন খাতের উন্নতি হচ্ছে, তেমনি স্থানীয় ব্যবসা এবং কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এ মৌসুমে ঈদের দিন থেকে শনিবার পর্যন্ত  প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা আয় হয়েছে।
বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন, সারা বছরই পর্যটকদের ভীড় লক্ষ করা যায় এ জমিদার বাড়িতে। কিন্তু দুই ঈদ, পহেলা বৈশাখ, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চসহ বিভিন্ন দিবসে বহুগুনে বেড়ে যায় পর্যটকদের। তাছাড়া ঢাকার অত্যন্ত নিকট, যাতায়াত ব্যবস্থা ভাল থাকায় দিন দিন দেশী ও বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, একদিকে যেখানে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, অন্যদিকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য উন্নত পরিষেবা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলতি মৌসুমেও জমিদার বাড়ির সংস্কার কাজ চলছে। জমিদার বাড়ি পরিদর্শনের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করার পরিকল্পনা রয়েছে, যাতে পর্যটকদের অভিজ্ঞতা আরও উন্নত হয় এবং এই ঐতিহাসিক স্থানটির সুরক্ষা নিশ্চিত করা যায়। এছাড়া, পর্যটকদের আগমন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হবে বলে জানান কর্মকর্তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য