ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়
সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ রিয়াদ ডার্বিতে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল হিলালের বিপক্ষে। শুক্রবারের এই ম্যাচে দলটির তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয়ের পথ মসৃণ করেন। এই জয় দিয়ে আল নাসর লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে এবং শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।
ম্যাচটি ছিল সৌদি প্রো লিগের একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমার্ধে দুটি দলই আক্রমণ ও প্রতিআক্রমণে তৎপর থাকলেও গোলের দেখা পায়নি। তবে ৪৫ মিনিটে দারুণ এক শটে আল হাসান আল নাসরের হয়ে এগিয়ে দেন। তিনি বক্সের বাইরে থেকে শক্তিশালী একটি শট নেন, যা গোলরক্ষক ইয়াসিন বোনোর হাত ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে রোনালদো আল নাসরের লিড দ্বিগুণ করেন। সাদিও মানে এক অসাধারণ পাস দেন এবং রোনালদো নিখুঁতভাবে গোল করেন, ইয়াসিন বুনুকে পরাস্ত করে। তবে আল হিলাল হাল ছেড়ে দেয়নি। তারা ৬২ মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহির হেডে একটি গোল শোধ করে ম্যাচে ফিরতে চেয়েছিল। কিন্তু রোনালদো ৮৮ মিনিটে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
রোনালদোকে এই জয়ের জন্য বিশেষভাবে প্রশংসা করতে হবে। পর্তুগিজ তারকা এই ম্যাচে জোড়া গোল করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ম্যাচ শেষে রোনালদো তার ব্যক্তিগত রেকর্ড নিয়ে কোনো আলোচনা করেননি। তিনি জানিয়েছেন, “আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা করি না, বরং দলের জয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আজকের জয়টা ছিল দারুণ, বিশেষ করে হিলালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।”
এছাড়া, চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো তার গোলসংখ্যা বাড়িয়ে ২১ গোল করেছেন। তার ক্যারিয়ার মোট গোলের সংখ্যা এখন ৯৩১টি। ৪০ বছর বয়সেও রোনালদোর ফিটনেস এবং গোল করার তীব্রতা দেখে তার ১,০০০ গোলের লক্ষ্যকে অনেকটা কাছাকাছি মনে হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ জয় থেকে আল নাসর এখন ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে ৩ পয়েন্ট পিছনে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৭ পয়েন্ট দূরে। এই ডার্বি জয় দিয়ে তাদের শিরোপা দৌড়ে টিকে থাকার সম্ভাবনা বাড়লো।
এখন আল নাসরের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী দিনগুলোতে তাদের সামনে আরও কঠিন ম্যাচ আসছে, এবং সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা। রোনালদো তার দলের প্রতি অবিরাম সমর্থন জানিয়ে বলেছেন, “আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, যাতে দলকে সাফল্য এনে দিতে পারি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ