ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়
সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ রিয়াদ ডার্বিতে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল হিলালের বিপক্ষে। শুক্রবারের এই ম্যাচে দলটির তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয়ের পথ মসৃণ করেন। এই জয় দিয়ে আল নাসর লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে এবং শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।
ম্যাচটি ছিল সৌদি প্রো লিগের একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমার্ধে দুটি দলই আক্রমণ ও প্রতিআক্রমণে তৎপর থাকলেও গোলের দেখা পায়নি। তবে ৪৫ মিনিটে দারুণ এক শটে আল হাসান আল নাসরের হয়ে এগিয়ে দেন। তিনি বক্সের বাইরে থেকে শক্তিশালী একটি শট নেন, যা গোলরক্ষক ইয়াসিন বোনোর হাত ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে রোনালদো আল নাসরের লিড দ্বিগুণ করেন। সাদিও মানে এক অসাধারণ পাস দেন এবং রোনালদো নিখুঁতভাবে গোল করেন, ইয়াসিন বুনুকে পরাস্ত করে। তবে আল হিলাল হাল ছেড়ে দেয়নি। তারা ৬২ মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহির হেডে একটি গোল শোধ করে ম্যাচে ফিরতে চেয়েছিল। কিন্তু রোনালদো ৮৮ মিনিটে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
রোনালদোকে এই জয়ের জন্য বিশেষভাবে প্রশংসা করতে হবে। পর্তুগিজ তারকা এই ম্যাচে জোড়া গোল করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ম্যাচ শেষে রোনালদো তার ব্যক্তিগত রেকর্ড নিয়ে কোনো আলোচনা করেননি। তিনি জানিয়েছেন, “আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা করি না, বরং দলের জয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আজকের জয়টা ছিল দারুণ, বিশেষ করে হিলালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।”
এছাড়া, চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো তার গোলসংখ্যা বাড়িয়ে ২১ গোল করেছেন। তার ক্যারিয়ার মোট গোলের সংখ্যা এখন ৯৩১টি। ৪০ বছর বয়সেও রোনালদোর ফিটনেস এবং গোল করার তীব্রতা দেখে তার ১,০০০ গোলের লক্ষ্যকে অনেকটা কাছাকাছি মনে হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ জয় থেকে আল নাসর এখন ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে ৩ পয়েন্ট পিছনে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৭ পয়েন্ট দূরে। এই ডার্বি জয় দিয়ে তাদের শিরোপা দৌড়ে টিকে থাকার সম্ভাবনা বাড়লো।
এখন আল নাসরের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী দিনগুলোতে তাদের সামনে আরও কঠিন ম্যাচ আসছে, এবং সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা। রোনালদো তার দলের প্রতি অবিরাম সমর্থন জানিয়ে বলেছেন, “আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, যাতে দলকে সাফল্য এনে দিতে পারি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স