ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান


নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও মুখ রক্ষা করতে পারল না পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক কিউইদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজের শেষ ম্যাচে, মাউন্ট মঙ্গানুইয়ে তারা হেরেছে ৪৩ রানে।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪২ ওভারে। টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার রাইস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ওঠে ৮ উইকেটে ২৬৪ রান।
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মারিউ খেলেন ৬১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস, যাতে ছিল ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক ব্রেসওয়েল ঝড়ো মেজাজে ৪০ বলে করেন ৫৯ রান, ৬টি ছক্কা ও ১টি চারে। ম্যাচসেরা হন তিনিই। মিডল অর্ডারে হেনরি নিকোলস (৩১), ড্যারিল মিচেল (৪৩) ও টিম সেইফার্ট (২৬) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাকিস্তানের হয়ে বোলিংয়ে আলো ছড়ান আকিফ জাভেদ, ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। নাসিম শাহ ৫৪ রানে তুলে নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক মাত্র ১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, কিউই ফিল্ডারের ছোড়া বল সরাসরি এসে লাগে তার চোয়ালে। এরপর আব্দুল্লাহ শফিক ধীরগতির এক ইনিংসে ৫৬ বলে করেন মাত্র ৩৩ রান।
একপর্যায়ে ২ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাবর আজম তার ধারাবাহিকতা ধরে রেখে করেন ৫৮ বলে ৫০ রান। রিজওয়ান চেষ্টা করেছিলেন গতি বাড়ানোর, কিন্তু তার ইনিংস থামে ৩২ বলে ৩৭ রানে।
তবে এরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৫২ রানে। ৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৩৩ রান করে আউট হন তৈয়ব তাহির।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ছিলেন দুর্বার। ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ৪টিই শর্ট পিচ ডেলিভারিতে। তার দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি সহকারী পেসার জ্যাকব ডাফি নেন ২ উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ