ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার

কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান


নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও মুখ রক্ষা করতে পারল না পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক কিউইদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজের শেষ ম্যাচে, মাউন্ট মঙ্গানুইয়ে তারা হেরেছে ৪৩ রানে।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪২ ওভারে। টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার রাইস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ওঠে ৮ উইকেটে ২৬৪ রান।
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মারিউ খেলেন ৬১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস, যাতে ছিল ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক ব্রেসওয়েল ঝড়ো মেজাজে ৪০ বলে করেন ৫৯ রান, ৬টি ছক্কা ও ১টি চারে। ম্যাচসেরা হন তিনিই। মিডল অর্ডারে হেনরি নিকোলস (৩১), ড্যারিল মিচেল (৪৩) ও টিম সেইফার্ট (২৬) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাকিস্তানের হয়ে বোলিংয়ে আলো ছড়ান আকিফ জাভেদ, ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। নাসিম শাহ ৫৪ রানে তুলে নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক মাত্র ১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, কিউই ফিল্ডারের ছোড়া বল সরাসরি এসে লাগে তার চোয়ালে। এরপর আব্দুল্লাহ শফিক ধীরগতির এক ইনিংসে ৫৬ বলে করেন মাত্র ৩৩ রান।
একপর্যায়ে ২ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাবর আজম তার ধারাবাহিকতা ধরে রেখে করেন ৫৮ বলে ৫০ রান। রিজওয়ান চেষ্টা করেছিলেন গতি বাড়ানোর, কিন্তু তার ইনিংস থামে ৩২ বলে ৩৭ রানে।
তবে এরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৫২ রানে। ৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৩৩ রান করে আউট হন তৈয়ব তাহির।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ছিলেন দুর্বার। ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ৪টিই শর্ট পিচ ডেলিভারিতে। তার দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি সহকারী পেসার জ্যাকব ডাফি নেন ২ উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ