ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ নীতি সুদহার কমল বাড়বে ঋণ প্রবাহ এনবিআরে আন্দোলনে অর্থনৈতিক ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গতবারের চেয়ে জুনে ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় বিভ্রান্তি এড়াতে ‘নৌকা’ প্রতীক সরিয়ে রাখা হয়েছে-ইসি সচিব ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ বাদ, যুক্ত হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক গোপালগঞ্জ রণক্ষেত্র, ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধসহ আহত অর্ধশত দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের নির্দেশনা শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল-শর্টগানসহ আটক ২ ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটের সিদ্ধান্ত এনবিআরের বান্দরবানে যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেফতার

কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান


নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও মুখ রক্ষা করতে পারল না পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক কিউইদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজের শেষ ম্যাচে, মাউন্ট মঙ্গানুইয়ে তারা হেরেছে ৪৩ রানে।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪২ ওভারে। টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার রাইস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ওঠে ৮ উইকেটে ২৬৪ রান।
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মারিউ খেলেন ৬১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস, যাতে ছিল ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক ব্রেসওয়েল ঝড়ো মেজাজে ৪০ বলে করেন ৫৯ রান, ৬টি ছক্কা ও ১টি চারে। ম্যাচসেরা হন তিনিই। মিডল অর্ডারে হেনরি নিকোলস (৩১), ড্যারিল মিচেল (৪৩) ও টিম সেইফার্ট (২৬) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাকিস্তানের হয়ে বোলিংয়ে আলো ছড়ান আকিফ জাভেদ, ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। নাসিম শাহ ৫৪ রানে তুলে নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক মাত্র ১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, কিউই ফিল্ডারের ছোড়া বল সরাসরি এসে লাগে তার চোয়ালে। এরপর আব্দুল্লাহ শফিক ধীরগতির এক ইনিংসে ৫৬ বলে করেন মাত্র ৩৩ রান।
একপর্যায়ে ২ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাবর আজম তার ধারাবাহিকতা ধরে রেখে করেন ৫৮ বলে ৫০ রান। রিজওয়ান চেষ্টা করেছিলেন গতি বাড়ানোর, কিন্তু তার ইনিংস থামে ৩২ বলে ৩৭ রানে।
তবে এরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৫২ রানে। ৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৩৩ রান করে আউট হন তৈয়ব তাহির।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ছিলেন দুর্বার। ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ৪টিই শর্ট পিচ ডেলিভারিতে। তার দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি সহকারী পেসার জ্যাকব ডাফি নেন ২ উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ