
আজ খুলছে অফিস
স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ
- আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৩:১২:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৩:১২:৩৮ অপরাহ্ন


ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ। সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ (রোববার) থেকে রোজার আগের সময় ধরে চলবে। আজ অফিস খুলবে বিধায় গতকাল শনিবার ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আজ(রবিবার) থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে, প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে করে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মস্থল রাজধানীতে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। গতকাল শনিবার সকাল থেকেই সদরঘাটে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এ ছাড়া অনেকে এখনও নাড়ির টানে বাড়ি ফিরছেন। তারা লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনে গিয়ে অপেক্ষা করছেন গন্তব্যে যেতে।
ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে গতকাল। আজ (রোববার) ঈদের পর প্রথম কর্মদিবস। সে হিসেবে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে।
লঞ্চ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুইদিনের চেয়ে গতকাল ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ জানায়, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
এ বিষয়ে বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক আলমগীর হোসেন বলেন, খুব সকাল থেকে এ পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঢাকায় এসেছে। আজকে আসা প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে। লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানী অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।
অন্যদিকে, ঈদ উদযাপন শেষে ট্রেনে ঢাকায় ফিরছে মানুষ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পঞ্চম দিন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আজ (৬ এপ্রিল) রোববার প্রথম কর্মদিবস। এই লম্বা ছুটি শেষে গতকাল শনিবার সকাল থেকেই ট্রেনে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিন প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে। রেলপথে এমন নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পাননি, তারা বাড়ি ফিরছেন। সব মিলিয়ে রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল লক্ষণীয়।
যদিও গতকাল লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় বুড়িমারী এক্সপ্রেস। অপরদিকে, রংপুর এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট শিডিউল বিপর্যয়ে পড়ে। এ বিষিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছতে দেরি করায় শিডিউল বিপর্যয় হয়েছে।
এদিকে
আজ যাত্রাবাড়ি, সায়েদাবাদ সদরঘাটের টার্মিনাল খোঁজ নিয়ে জানা যায়, পোশাকখাতসহ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো শনিবার থেকে খুলেছে। পরিবার-পরিজন নিয়ে গ্রাম থেকে গত শুক্রবার থেকে ফিরছে মানুষ। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীতে পরিপূর্ণ ছিল দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মাহমুদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, এবার এক সপ্তাহ ছুটি পেয়ে খুবই সুন্দরভাবে ঈদ কাটিয়েছি। শনিবার থেকে অফিস থাকায় শুক্রবার পরিবার নিয়ে ফিরেছি। রাস্তায় আসা যাওয়া কোনো ভোগান্তি হয়নি। এ প্রথম ঈদে রাস্তায় দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরেছি। চাঁদপুর থেকে আসা ঈমাম হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ভোর সাড়ে ৬টা চাঁদপুর থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১০টায় পৌঁছালাম। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত হয়েছে।
ফেনী থেকে আসা রবিউল ইসলাম এক যাত্রী বলেন, সড়কপথে যাওয়া—আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ অফিস খুলছে, তাই আজ চলে আসলাম।
চট্টগ্রাম থেকে আসা এক সরকারি কর্মকর্তা বলেন, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়াতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় আসলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা ‘বকশিশ’ দিতে হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ