ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি

লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০২:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০২:২৫:০৫ অপরাহ্ন
লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে চলছে সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনের মহাঅষ্টমী স্নানোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসব ঘিরে পুরো দেশ থেকে আসা পুণ্যার্থীদের ঢল নামে লাঙ্গলবন্দে। গতকাল শনিবার লাঙ্গলবন্দ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এর আগে গত শুক্রবার রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হয় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব। গতকাল শনিবার রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত চলবে এই উৎসব। এদিকে স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে স্নান এলাকায় ২০টি স্নানঘাট, কাপড় পাল্টানোর জায়গা, চিকিৎসাসেবার ভ্রাম্যমাণ কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবারহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তায় নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় হাজার সদস্য। স্নান এলাকায় টহলে আছে সেনাবাহিনী, র?্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। অন্য বছরের চেয়ে এবারের আয়োজন বেশ গোছানো বলে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। নদীর তীরে ভিড় থাকলেও তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না বলে জানান তারা। লাঙ্গলবন্দে স্নান করতে আসা লোকনাথ সাহা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে স্নান করতে এসেছি। এখানে সবসময়ই অনেক ভিড় হয়। এবারও তার ব্যতিক্রম না, তবে ভোগান্তি কম এখন। স্নানোৎসবে আসা রিয়া ঘোষ বলেন, এ বছর লাঙ্গলবন্দে পর্যাপ্ত শৌচাগার ও কাপড় পাল্টানের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এটা নারীদের জন্য বেশ প্রয়োজনীয়। সুন্দর আয়োজন হয়েছে এ বছর। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতা জয় কে রয় চৌধুরী বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তা জোরদারে জেলা ও উপজেলা প্রশাসন লাঙ্গলবন্দ তিন কিলোমিটার এলাকাজুড়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পাপস্খলনের এ উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ মানুষ এসে এখানে সমাবেত হয় প্রতিবছর। পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে শত শত বছর ধরে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে এই অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, পুণ্যার্থীদের সুবিধার্থে ১৬০টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য লাঙ্গলবন্দজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট