প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। ফলে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে সড়কে ও ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
গতকাল শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ভোর থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে সড়কে কোনো ধরনের যানজট নেই। সানজিদা আক্তার, রাশেদুল ইসলাম মিয়াসহ কয়েকজন যাত্রী বলেন, ঈদ শেষে ঢাকায় যাচ্ছি। এবার ঈদের আগে যেমন ভোগান্তি ছাড়া বাড়ি গিয়েছিলাম, তেমনি ঈদ শেষে আবার ভোগান্তি ছাড়া ঢাকায় যাচ্ছি। সড়ক ও নৌপথ কোথাও ভোগান্তি নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি
- আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৩:১৮:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৩:১৮:৩৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ