ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ১১:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ১১:৫৭:৫৬ অপরাহ্ন
গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির
গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি এমন প্রতিক্রিয়া জানান।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এবং পারস্পরিক ও দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য লাভজনক এমন বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে।
মোদি একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরীখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাক্সক্ষার ওপর জোর দেন। পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্কের পরিবেশ নষ্ট করে এমন বাগাড়ম্বর বিষয় এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও পানিবণ্টন নিয়ে আলোচনা করেন।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অনুপ্রবেশ, বিশেষ করে রাতে অনুপ্রবেশ প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। দ্বিপাক্ষিক সমঝোতা আমাদের সম্পর্ক পর্যালোচনা ও এগিয়ে নিয়ে যেতে পারে।
এছাড়া, নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের ওপর হামলার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তও করবে।
বাংলাদেশ বিমসটকের চেয়ারের দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান মোদি এবং এই ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির