প্রতি বছরের মতো এবারও স্বস্তিতে বাড়ি ফিরেছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ। তবে এবার পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে স্বস্তির ‘ঈদযাত্রা’ সড়ক ঝরছে (লাশ) তাজা প্রাণ। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় আগের চেয়ে ২০ শতাংশ মানুষের বেশি যাতায়াত হয়েছে। শুধু তাই নয় বিগত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সড়কে আরও ৫ প্রাণ ঝরল এবং আহত হয়েছে ১১ জন।
জানা গেছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ সময় আরও ১১ জন আহত হয়েছে। বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)। ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও সাতজন। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার সূতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মোহিত (৭০)। আহতদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম (৩০), সেলিম রেজা (৩১), আইরিন আক্তার (২২), মোস্তফা কামাল (২৮), আবু রাসেল (৪০) ও সালমা বেগম (৫৫)। আহত ও নিহতরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। একইদিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় সিএনজির চার যাত্রী আহত হন। নিহতরা হলেন সিএনজি অটোচালক শরিফুল ইসলাম (৩৫) ও যাত্রী আবদুল মমিন (৩৫)। এছাড়াও ঈদের বন্ধে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে। গত চার দিনে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশ প্রাণহানির ঘটনা ঘটে ঈদের দিনে ২৬ জনের। ঈদের আগের দিনে ৮ জনের, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১২ ও ১৪ জনের। তবে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতির প্রাথমিক হিসেবে গত এক সপ্তাহে আড়াই শতাধিক সড়ক দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি হয়েছে। সংস্থাটির মতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় মোটরসাইকেল দুর্ঘটনায়। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনের মতো ত্রিচক্রযানের কারণেও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে সংস্থাটি। চলতি বছর ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সড়কে তেমন ভোগান্তি না থাকলেও যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, সড়কে অযান্ত্রিক যানের বেপরোয়া চলাচল, চালক-যাত্রীদের বেখেয়ালিপনায় বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটে। গত ৩০ মার্চ ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় দুইবোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। একই দিন গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়। এ সময় আহত হন আরও পাঁচজন। ঈদের আগের দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দিন গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু তাবাসসুম ও তার ফুফু ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঈদের দিন সকালে মহানগরের চন্দনা চৌরাস্তার সঙ্গে যুক্ত শিববাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন দুপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ওই দিন দুপুরে ইন্দুরকানী-কলারণ সড়কের চরবলেশ্বর ফকিরবাড়ী মোড়ে এ দুর্ঘটনায় তুহিনের স্ত্রী মিম আক্তার (২২) গুরুতর আহত হন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৩টার দিকের উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামের অপর আরোহীকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়। নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের দিন নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গত সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুরে ঈদের দিন গত সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। সন্ধ্যায় পৌর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজলোর বাড়িবাকা গ্রামের মোখলছেুর রহমানের ছেলে আল ইমরান। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মো. ইদ্রিস আলী (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের সেরাজপুর উকিলের পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে গত সোমবার দুপুর সোয়া ২টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন, শরিফুল ইসলাম (৩২) ও তার শিশুকন্যা সেজদা (৩)। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন। মাগুরার রামনগরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর আখের রসের মেশিনে চাপা পড়ে গাড়ি উল্টে আরিফ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। ফরিদপুরে নগরকান্দায় বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সূর্য বেগম মিনার গ্রামের তৈয়ব মাতব্বরের স্ত্রী। ১ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি সিকদার (২৬)। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে গত মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি সিকদারের মৃত্যু হয়। গতকাল বেলা সোয়া ১১টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২ জন। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে। রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই তরুণের। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জের ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মতিঝিলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (৪) নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩০ জন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। খোকসায় ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৮০) নামের এক দিনমজুর নিহত হন। অন্যদিকে মিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় রফজেল শেখ (৬০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ। নিহত দু’জন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দু’জন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)।
ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল এসআই কবীরের: কর্মস্থল থেকে ঈদের ছুটি পেয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাভার থানার এসআই মো. ফজলুর রহমান কবীর (৩৯)। ছুটিতে তিনি মা ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে তৈরি হচ্ছিলেন। ২৮ মার্চ তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ছুটির আগেই বাড়িতে এলো তার নিথর দেহ। এ সময় তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনসহ পাড়া-পড়শিরা। আজ বাদ জুমা জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এরআগে ২৭ মার্চ দুপুরের পর তিনি ঢাকার সভারে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী মেঘলা, মেয়ে আয়াত (৩) ও ছেলে আলভি (১৮ মাস)-সহ মা শরবানুও কবিরের সঙ্গে সাভারে বসবাস করতেন তিনি। ২৭ মার্চ সাভার থানা এলাকায় পরিবেশ অধিদফতর কর্তৃক পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করেন কবীর। দায়িত্ব পালন শেষে দুপুর ২টার দিকে স্থানীয় একটি পেট্রোল পাম্পে রাখা তার মোটরসাইকেল নিয়ে থানায় ফেরার পথে বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দু’টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন বিকাল ৫টা ২০ মিনিটে শ্যামলীর একটি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে দেড় শতাধিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। অন্যান্য দুর্ঘটনা ঘটেছে প্রায় ৬০টি। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে ৮০ জনের। আহত হয়েছে আড়াই শতাধিক। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটর সাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি। এরপর থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষজনিত কারণে দুর্ঘটনা বেশি ঘটেছে। গত বৃহস্পতিবার ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
সংস্থাটির মহাসহিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এটি চূড়ান্ত প্রতিবেদন নয়। প্রতিবেদন তৈরির কাজ চলমান। চূড়ান্ত প্রতিবেদন তৈরি হলে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

* ২৪ ঘণ্টায় তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পাঁচজন * যশোরে একই পরিবারের ৩ জন নিহত * ঈদের দিন ৮ জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ
স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ
- আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ১১:৪৮:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ১১:৪৮:২৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ