ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৪৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৪৪:১৫ অপরাহ্ন
ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের
ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সম্প্রতি স্বর্ণের দোকানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বাজুসের নিউ ইস্কাটন রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি রিপনুল হাসান জানান, জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ঘটেছে ১১টি। মুন্সীগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা ও হবিগঞ্জেও এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এম এ হান্নান আজাদ জানান, ২৬ মার্চ ভোরে একদল সশস্ত্র ডাকাত তার বাসায় হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, সরকারি নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়ীদেরও সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। বাজুসের পক্ষ থেকে জুয়েলারি প্রতিষ্ঠানে সশস্ত্র প্রহরার দাবি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, নিরাপত্তাহীনতা কাটাতে না পারলে ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ