ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

বরগুনায় ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:৩২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:৩২:১৭ পূর্বাহ্ন
বরগুনায় ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ দোকান পুড়ে ছাই
বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় রাতের আঁধারে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ রাজনৈতিক কোন্দলে আগুন দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে মিলন গাজীর দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে নজরে আসে স্থানীয়দের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, মনোহরি, জ্বালানি তেল, গ্যাস, বিকাশ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ বিষয়ে ব্যবসায়ী মিলন গাজী বলেন, আমি আওয়ামী লীগ করায় আমার দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে আমার দোকানে আগুন দিতে আসছিল তখন পারে নাই। মাঝেমধ্যে হুমকি দিতো তবে আজ আমার দোকানঘরটি ঠিকই পুড়িয়ে দিয়েছে। আমার সবকিছু কেড়ে নিলো ওরা। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ থেকে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দোকানে জ্বালানি তেল (পেট্রোল) গ্যাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এ সময় তিনি আরও বলেন, আমরা তথ্য নেওয়ার সময় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা হয়নি। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তবে কারও বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ পেলে পরবর্তীতে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য