বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আশরাফুজ্জামান নামে একজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান এসব তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়, আশরাফুজ্জামান নিজেকে কখনও কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, কখনও যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনির্ভাসিটির প্রফেসর পরিচয় দিয়ে সম্মান অর্জন করেছে। এ আসামির শিক্ষা বিষয়ক ভ্রান্ত ও মিথ্যা পরিচয়ের সূত্র ধরে সমাজে বিত্তশালী লোকের খুব কাছে গিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে বিপুল অর্থ আয় করে। ২০০৮ সাল থেকে তার প্রতারণা শুরু হয়। ২০০৯ সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার জামাতা পরিচয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিকে চাকরির পদোন্নতি করা, বদলি করা এবং নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রচুর অর্থ অর্জন করে। সে প্রশাসনের উচ্চ পর্যায়ে ও পুলিশের ভয়ভীতি দেখিয়ে নিরীহ ব্যক্তিদের কাছ থেকে বিপুল অর্থ আদয় করে। পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জেল হাজতে পাঠান। জুলাই-আগস্টের বিপ্লব পরবর্তী নিজের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দিতো সে। সে বিদেশি সিম দিয়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টার্গেট করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলতো। চলতি মাসে আসামি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মাধ্যমে মামলার ২ নম্বর সাক্ষী মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে যোগাযোগ করে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে পরিচয় দেয়। পরবর্তী সময়ে মোয়াজ্জেম হোসেন আলালকে স্ট্যান্ডিং কমিটিতে স্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে দলের সিদ্ধান্তমতে শেরেবাংলা নগর থানায় মামলা করতে যাওয়া হয়। থানা মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বিএনপির নাম ভাঙিয়ে প্রতারণায় মামলা
- আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ