ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে-আইএসপিআর

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৫৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৫৪:২২ অপরাহ্ন
ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে-আইএসপিআর
ভারতের সংবাদমাধ্যম “ইন্ডিয়া টুডে” বাংলাদেশ সেনাবাহিনীতে “সামরিক ক্যু” উল্লেখ করে যে প্রতিবেদন প্রচার করেছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে, ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন সভা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত “প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক” শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার অসদাচরণ এবং এক সময়ের স্বনামধন্য একটি সংবাদমাধ্যমের মিথ্যা তথ্যের প্রচারক হয়ে ওঠার একটি উজ্জ্বল উদাহরণ। আইএসপিআর জানায়, বিশ্বাসযোগ্য সূত্র বা কোনো যাচাইযোগ্য প্রমাণের অভাবে এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং “আসন্ন অভ্যুত্থানের” দাবি সম্পূর্ণরুপে অসাদাচরণমূলক। এটা খুবই দুঃখজনক যে, ইন্ডিয়া টুডে যথাযথ অধ্যবসায় বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করে চলেছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। এই ধরনের মিথ্যা অপবাদ যে প্রচার করা অব্যাহত রয়েছে তা ইন্ডিয়া টুডের সম্পাদকীয় অনুশীলনের একটি উদ্বেগজনক প্রতিফলন, যা চাঞ্চল্যকর গল্প তৈরি হওয়ার দিকে সরে গেছে বলে মনে হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার অঙ্গীকারে অবিচল এবং গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজ অব্যাহত রাখবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতায় যুক্ত হওয়ার এবং ভিত্তিহীন ও ক্ষতিকারক যা এই দুই মহান দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও অবিশ্বাস তৈরি করে তা প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ