ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

অবহেলায় নষ্ট হচ্ছে শরৎ চন্দ্র সেন চৌধুরী জমিদার বাড়ি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০২:২২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:২২:১১ অপরাহ্ন
অবহেলায় নষ্ট হচ্ছে শরৎ চন্দ্র সেন চৌধুরী জমিদার বাড়ি
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় অযত্ন ও অবহেলায় পড়ে আছে বায় বাহাদুর শরৎ চন্দ্র সেন চৌধুরী জমিদার বাড়ি। এক সময়ের খ্যাত জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। বাড়িটির চারিদিকে খসে  পড়ছে পলেস্তারা, জমে আছে শ্যাওলা। ভিতের ময়লা আবর্জনায় জমি এখন জরাজীর্ণ অবস্থায় আছে। জানা যায়, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য। তারাই মধ্যে অন্যতম ঐতিহ্যে পরিপূর্ণ চাঁদপুরের কচুয়া উপজেলা। কচুয়া সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত এ জমিদার বাড়িটি। চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়ের পাথৈর গ্রামের ২শ’ বছর আগের নির্মিত এ জমিদার বাড়ি। জমিদার শরৎ চন্দ্র সেন চৌধুরী ছিলেন বাড়ির নির্মাতা। দৌল মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দিরসহ বিশাল এক দিঘি আছে এ জমিদার বাড়ির আঙ্গিনায়। স্বাধীনতার সংগ্রামের সময় জমাজমি ও বিশাল সহায় সম্পত্তি রেখে ভারতে চলে জমিদার শরৎ চন্দ্র সেন চৌধুরী ও তার পরিবার বর্গ। ওই সময়ের বাসিন্দাদের এমন কেউ ছিলো না তখনকার জমিদার রায় বাহাদুর শরৎ চন্দ্র সেন চৌধুরীকে চিনতেন না।
রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়ি এখন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। অথচ বাড়িটিকে ঘিরে রয়েছে পুরানো ইতিহাস। এখানে রয়েছে দৃষ্টিনন্দন সু-বিশাল দিঘি, মঠ, নানা কারুকার্যে জমিদার বাড়িটি এ ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি অবহেলিত থাকলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং ভ্রমণকারীরা সব সময় আনাগোনা করে থাকে। বাড়ির মূল প্রবেশ পথে পশ্চিম পাশেই রয়েছে একটি বড় পুকুর। পুকুরটির রয়েছে সুন্দর একটি পাকা ঘাট এবং ঐ পাড়ে একটি বকুল গাছ। জমিদার বাড়িটি পুরানো হওয়ার কারণে বাড়ির চারিদিকে পলেস্তারা খসে পড়েছে। অথচ সংস্কারের মাধ্যমে এটা হতে পারে অন্যতম পর্যাটন কেন্দ্র। স্থানীয় বাসিন্দারা আমাদের এ প্রতিবেদককে জানান, আমাদের জন্মের পর থেকে এ জমিদার বাড়িটি দেখেছি। আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শুনেছি প্রজা কল্যাণ ও বিভিন্ন ধরণের জনহিতকর কাজে জমিদার বাড়ির সদস্যদের খুবই খ্যাতি ছিল। তবে আজ সেই জমিদার বাড়ির জমিদারি নেই। নেই কোন উত্তসুরি ও বর্র্তমানে প্রাসাদের প্রায় অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। ভবন গুলো শ্যাওলায় পড়ে আছে। স্থানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের ব্যবস্থা নিলে এটি রক্ষা করা হবে। আর না হয় এটি এক সময় হারিয়ে যাবে চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামের এ জমিদার বাড়িটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ