ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৪ ভারতীয় জেলে কারাগারে ফুলবাড়িয়ার সাবেক এমপি পত্নী হাসিনা উদ্দিনের জানাজা সম্পন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জলঢাকায় বাকপ্রতিবন্ধী রঞ্জনার মানবেতর জীবন সংগ্রাম বরগুনায় কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক মতবিনিয় সভা অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থার ইসলামীকরণসহ বেশ কিছু দাবি জামায়াতের সুন্দরবন মার্কেটে অবৈধ দোকানে হাজার কোটি টাকার বাণিজ্য জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ : রাষ্ট্রপতি সাত কলেজকে চার হাইব্রিড মডেলে স্কুলে বিভক্ত করে পাঠদান ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা জুলাই অভ্যুত্থানে নিহত ৬ সাংবাদিকের বিচার নিয়ে আরএসএফ-এর বিবৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি ফরিদপুরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া আমতলীতে ৫ আগষ্ট পালিত,জুলাই শহীদদের জন্য দোয়া কামনা আমতলীতে তৃনমুলে বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিতব্য রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে নিহত ১২১ আহত ৫১৮৯-টিআইবি তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় শীর্ষ ৫ দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ তারেক রহমান হ্যাজ এ ড্রিম-মির্জা ফখরুল বিশ্ববাসী দেখবে ৩৬ জুলাই উদ্যাপন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

বেতন-বোনাস না দিয়েই কারখানায় তালা, শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০২:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:২০:৩৪ অপরাহ্ন
বেতন-বোনাস না দিয়েই কারখানায় তালা, শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঈদ বোনাস এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে হ্যাগ নিট ওয়্যার পোশাক কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েকদিন যাবৎ ঈদের বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনোকিছুই কিছুই জানাচ্ছিল না। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কারখানায় গিয়ে গেটে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘চলতি মাসসহ তিন মাস যাবৎ আমরা বেতন পাচ্ছি না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনও বেতন ও বোনাসের কোনও নিশ্চয়তা নেই। বারবার স্যারদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও আমাদের দাবি তারা শোনে না। গতকাল (গত সোমবার) বেতন ও ঈদ বোনাস চাইছি। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন-বোনাস পরিশোধ না করে গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। দুপুর ১২ টায় গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে। যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ