ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

পাকুন্দিয়ায় জমি জবর দখলের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১০:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১০:৪৩:৪৭ অপরাহ্ন
পাকুন্দিয়ায় জমি জবর দখলের অভিযোগ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় জমি বিক্রেতার স্বজনদের বিরুদ্ধে ক্রেতার পরিবারের জমি জবর দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারিকান্দা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. জুয়েল রানা ও তাঁর পরিবার। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জুয়েল রানার বড় ভাই মো. হাবিবুর রহমান, মো. ওমর ফারুক ও আব্দুল কাইয়ুম, তাঁর ভাতিজা কামাল ও প্রতিবেশী ফারুক মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জুয়েল রানা অভিযোগ করে বলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মৌজার এসএ ৬৩ নম্বর খতিয়ানের ৬১১৯ নম্বর দাগ থেকে ১৯৬৬ সালে ৮ শতাংশ জমি পাশের বাড়ির মৃত আব্দুল মান্নান ও আব্দুল জব্বার নামের দুই ভাইয়ের কাছ থেকে সাফ কবলা দলিলে কিনেন আমার দাদা হাসমত উল্লাহ। যার দলিল নম্বর ১৮৭৬। পরবর্তীতে ১৯৮৪ সালের মাঠ জরিপে দাদা হাসমত উল্লাহ ও বাবা শামসুল আলমের নাম রেকর্ডভুক্ত হয়। যার আরএস খতিয়ান নম্বর ৩০৬৯ ও দাগ নম্বর ১৫৬৮৯। ওই জমি প্রায় ৬০ বছর ধরে আমাদের পরিবারের লোকজন ভোগ দখল করে আসছে। তাছাড়া ওই জায়গায় আমার বড় ভাই মো. হাবিবুর রহমান একটি মুদি দোকান নির্মান করে ব্যাবসা করে আসছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, হঠাৎ করে গত কিছুদিন ধরে জমি বিক্রেতা মৃত আব্দুল মান্নানের ছেলে গোলাপ মিয়া ও মৃত আব্দুল জব্বারের নাতি রুবেল মিয়া- তাদের চাচাতো ভাই মো. ছাদেক হোসেন খোকনের কুপরামর্শে জমিটি তাদের নিজেদের দাবী করে আসছে। এর জেরে গত রোববার দিবাগত গভীর রাতে ছাদেক হোসেন খোকন, গোলাপ মিয়া ও রুবেল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একদল ভাড়াটে গুন্ডা নিয়ে জায়গাটি দখল করে সেখানে একটি টিনের ঘর নির্মান করেন।
এ খবর পেয়ে সকালে আমিসহ আমার বড় ভাই ওমর ফারুক, আব্দুল কাইয়ুম ও হাবিবুর রহমান সেখানে ছুটে যাই। এসময় প্রতিপক্ষের লোকজন রামদা, ছুরি ও লাঠি নিয়ে আমাদের ওপর আক্রমন করতে ছুটে আসে। এসময় আমরা দৌড়ে প্রানে রক্ষা পাই। এছাড়াও প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষে ছাদেক হোসেন খোকন বলেন, এই দাগে মোট ৩৭ শতাংশ জমি রয়েছে। জুয়েল রানার পরিবারের লোকজন তাদের ক্রয় করা ৮ শতাংশ জমির চেয়ে বেশি জমি ভোগ দখল করে আসছে। অতিরিক্ত জমিটুকু ফেরত দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে তাদের বলে আসছি। কিন্তু তারা কর্ণপাত করছিলনা। তাই আমরা তাদের পাওনাটুকু রেখে অতিরিক্ত জায়গাটুকু আমাদের দখলে নিয়ে এসেছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ