ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেলো আইডিএফ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩২:৩৩ অপরাহ্ন
অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেলো আইডিএফ
অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহ-নির্মাতা হামদান বল্লালকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে তিনি নিখোঁজ আছেন। জানা যায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সুসিয়া গ্রামে গত সোমবার সশস্ত্র বসতি স্থাপনকারীরা হামদান বল্লালকে আক্রমণ করে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। কয়েকজন ইহুদি আমেরিকান কর্মীর মতে, হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার সুসিয়া গ্রাম প্রায় ১৫ জন সশস্ত্র বসতি স্থাপনকারীর একটি দল ঘিরে ফেলে এবং আক্রমণ করে। তারা পাথর ছুঁড়তে শুরু করে এবং হামদানের বাড়ির কাছে একটি জলের ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, সামরিক পোশাক পরিহিত অন্যান্য বসতি স্থাপনকারীদের সাথে একদল সৈন্য ঘটনাস্থলে পৌঁছেছিলো। তারা হামদানকে তার বাড়িতে গিয়ে ধাওয়া করে আহত করে এবং তাকে সামরিক বাহিনীর হাতে তুলে দেয়। জানা গেছে,হামদানের মাথায় আঘাত করা হয় এবং সেখান থেকে রক্ত ঝরছিলো। তবে কেন এই নির্মাতার ওপর আক্রমণ করা হয়েছে, তার সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ‘নো আদার ল্যান্ড’ এর চার পরিচালকের মধ্যে সকলেই ইসরায়েল এবং ফিলিস্তিনের বাসিন্দা। তাদের একজন বাসেল আদ্রা। তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন যে, তিনি মনে করেন ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী সহিংসতা নির্ভর এই তথ্যচিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিক্রিয়া হতে পারে এটি। তিনি বলেন, ‘সুসিয়া গ্রামের ফিলিস্তিনিরা প্রায় প্রতিদিন বসতি স্থাপনকারীদের দ্বারা শারীরিক আক্রমণের শিকার হচ্ছে। এখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ছে। সম্ভবত এটি আমাদের সিনেমা এবং অস্কারের প্রতিশোধ!’ সুসিয়ায় হামলার প্রত্যক্ষদর্শী আদ্রা এই সহিংসতাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সৈন্যদের সাথে কয়েক ডজন বসতি স্থাপনকারী ছিল এবং তারা আমাদের অস্ত্র দিয়ে হুমকি দেখাচ্ছিলো।পুলিশ শুরু থেকেই সেখানে ছিল কিন্তু হস্তক্ষেপ করেনি। সৈন্যরা যখন আমাদের দিকে তাদের অস্ত্র তাক করছিলো, তখন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে আক্রমণ শুরু করে।’ এই নির্মাতা বলেন, ‘হামদান তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিলো। তখনই বসতি স্থাপনকারীরা তাকে আক্রমণ করেছিলো।’ বলা প্রয়োজন, গত ফেব্রুয়ারিতে  আদ্রাকেও মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ঘিরে ফেলে এবং আক্রমণ করে। উল্লেখ্য, ‘নো আদার ল্যান্ড’ নির্মাণ করেছেন ৪ জন নির্মাতা যাদের প্রত্যেকে ফিলিস্তিন ও ইসরায়েলের বাসিন্দা। এটি ৯৭তম অস্কারে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের পুরস্কার জিতে নেয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স