ভারতের দিল্লির একটি কলেজে পারফর্ম করতে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার কবলে পড়েন বলিউডের গায়ক সনু নিগম। এ ঘটনায় পারফর্ম বন্ধ করে দেওয়া হয়, সঙ্গে পরিস্থিতি সামাল দেন গায়ক নিজে। ভারতীয় গণমাধ্যমের খবর, সনু যখন পারফর্ম করছিলেন, তখন এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভিড়ের একাংশ থেকে মঞ্চের দিকে পাথর ও বোতল ছোড়া শুরু হয়। যা তার দলের সদস্যদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অবশ্য এমন ঘটনায় মেজাজা হারাননি গায়ক, বরং মাথা ঠান্ডা রেখেই অনুরোধ করেন দর্শকদের। অশান্ত ছাত্র-ছাত্রীদের প্রতি সনু অনুরোধ করে বলেন, ‘আমি আপনাদের জন্য এখানে এসেছি যাতে আমরা সবাই ভালো সময় কাটাতে পারি। আমি আপনাদেরকে বলব, দয়া করে এমন করবেন না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই বিশৃঙ্খলার মধ্যে তার দলের সদস্যরা আহত হচ্ছেন।’ তবে সেই কলেজের এক ছাত্রী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা লজ্জাজনক। কয়েকজন অশান্ত ছাত্রছাত্রীর কারণে একজন কিংবদন্তীকে অনুষ্ঠান থামিয়ে দিতে হলো।’ পরে অনুষ্ঠান বিঘ্নিত হওয়া সত্ত্বেও ৫১ বছর বয়সী এই গায়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তার পারফর্ম পুনরায় শুরু করেন। তবে এই প্রথম নয়, মঞ্চে গাইতে উঠে এর আগেও অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়েছে সনুকে। একেবারে মুম্বাইয়ের এক শহরতলিতে গাইতে গিয়ে হেনস্থার শিকার হন গায়ক। প্রায় চুলের মুঠি ধরে টেনে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মঞ্চে সোনু নিগামের দিকে পাথর ও বোতল নিক্ষেপ
- আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩০:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩০:৫৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ