ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা পুতিন, শি জিনপিং এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প সৌদি রাজতন্ত্রে একক ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমান ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন দেশের হয়ে ম্যাচে খেলতে চাইছেন না মেসি! ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৪:২৯ অপরাহ্ন
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড তৈরি পোশাক কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে ক্ষোভ জমা হয়ে আজকে তারা মহাসড়ক অবরোধ করেন। তারা আরও জানান, এর মধ্যে গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, গত কয়েকদিন আগে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরে গত ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ২২ মার্চ শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ নোটিস টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য