ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

রাজধানীর সড়কে বাড়ছে অবৈধ বাসের দৌরাত্ম্য

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৩:৫৩ অপরাহ্ন
রাজধানীর সড়কে বাড়ছে অবৈধ বাসের দৌরাত্ম্য
বেড়েই চলেছে রাজধানীর সড়কে অবৈধ বাসের দৌরাত্ম। ঢাকার মোট আয়তনের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ সড়ক। তার মধ্যে মাত্র ২ দশমিক ৫ শতাংশ রাস্তা গণপরিবহনের জন্য উপযুক্ত। আর সেখানে অবাধে চলাচল করছে অবৈধ যানবাহন। বলা যায় রাজধানীতে চলছে অনুমোদনহীন বাসের দৌরাত্ম্য চলছে। দেশের আন্তঃজেলার বাসগুলো অবৈধভাবে দিনরাত ঢাকার সড়কে সমানতা দাপিয়ে বেড়াচ্ছে। আর নগরীর বিভিন্ন সড়কে ওসব বাসের কাউন্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওসব কাউন্টার ঢাকার যানজট ও পরিবহন খাতে বিশৃঙ্খলার জন্য অনেকাংশেই দায়ী। পরিবহন খাত এবং বিআরটিএ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, রাজধানীর স্বল্প পরিমাণ সড়কে দেশের বিভিন্ন জেলার বাস অবৈধভাবে ব্যবহার করে চলছে। রামপুরা-কুড়িল বিশ্বরোড সড়ক, মিরপুর সড়ক, পান্থপথ সড়ক, কলাবাগানসহ রাজধানীর প্রতিটি সড়কে বিভিন্ন আন্তঃজেলা বাস দিন ও রাতে সমানতালে চলাচল করছে। তার মধ্যে রামপুরা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচল করছে অনেকগুলো আন্তঃজেলা বাস। সেগুলো ফেনী, লক্ষèীপুর ও নোয়াখালী থেকে টঙ্গী পর্যন্ত চলাচল করছে। একই রোডে চাঁদপুর থেকে টঙ্গী পর্যন্ত বাস চলাচল করছে। তাছাড়া খুলনা থেকেও ওই রুটে বাস উত্তরবঙ্গে যাতায়াত করে। একই রুটে শেরপুর থেকেও বাস চলাচল করছে। ওই রুটে চলাচলকারী আন্তঃজেলা বাসগুলোর ১০-১২টি পয়েন্টে কাউন্টার রয়েছে। তাছাড়া রাজধানীর কলাবাগান, শুক্রাবাদ, আসাদগেট, মালিবাগ, বাড্ডা, প্রগতি সরণি, এয়ারপোর্ট এলাকায় দূরপাল্লার পরিবহনগুলোর টিকিট কাউন্টার আছে। ওসব কাউন্টারের সামনে দিন ও রাতের বেলা নির্দিষ্ট সময় পরপর বাস এসে থামে এবং চলে যাত্রী ও লাগেজ নামানো-তোলার কাজ। ফলে ওসব সড়কে যানজট সৃষ্টি হয়। সূত্র জানায়, আন্তঃজেলা বাস টার্মিনালের বাইরে ঢাকার বিভিন্ন সড়ক ব্যবহার করে চলাচলের অনুমতি নেই। বিআরটিএ ওসব বাসের রুট পারমিটও দেয়নি। ওসব আন্তঃজেলা বাসগুলো অবৈধভাবে চলছে। পুলিশের ওসব অবৈধ বাস নিয়ন্ত্রণে মামলাসহ আনুষঙ্গিক কাজ করার কথা থাকলে পুলিশের সামনেই বাসগুলো চলছে। তবে সম্প্রতি বিআরটিএ ঢাকা থেকে নোয়াখালী রুটে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী যেসব পরিবহন অবৈধ রুটে চলছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর চিঠি দিয়েছে বিআরটিএ। এদিকে পরিবহন বিশেষজ্ঞদের মতে, আন্তঃজেলা বাস পৃথিবীর উন্নত শহরগুলোর কোথাও শহরের ভেতরে প্রবেশ করে না। ওসব বাসের টার্মিনালও শহরের বাইরে থাকে। তবে ওই টার্মিনাল ব্যবহার করা যাত্রীরা যাতে শহরের বিভিন্ন প্রান্তে সহজেই পৌঁছতে পারে, সেজন্য রিং রোড, বাইপাস রোডের মতো ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ঢাকার চিত্রটি ঠিক ভিন্ন। এখানে শহরের ভেতরেই তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল। আবার আন্তঃজেলা বাসের একটা বড় অংশই টার্মিনালের বাইরে বিভিন্ন সড়কের ধার থেকে পরিচালিত হয়। যা যানজট ও পরিবহন খাতে বিশৃঙ্খলা দুটোই বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে এ বিষয়ে বিআরটিএর মুখপাত্র ও পরিচালক ইঞ্জিনিয়ারিং শীতাংশু শেখর বিশ্বাস জানান, টার্মিনালের বাইরে ঢাকার বিভিন্ন সড়ক ব্যবহার করে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি নেই। ওসব বাসের রুট পারমিটও বিআরটিএ দেয়নি। অবৈধভাবে ঢাকার সড়ক ব্যবহার করে চলছে আন্তঃজেলা বাসগুলো। ওসব অবৈধ বাস নিয়ন্ত্রণে মামলাসহ আনুষঙ্গিক কাজ পুলিশের করার কথা। কিন্তু কেন ব্যবস্থা নিচ্ছে না তা আমাদের জানা নেই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব