ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
মাস্ক-বিল গেটসদের আমন্ত্রণ

রাজধানীতে বিনিয়োগ সম্মেলন ৭-১০ এপ্রিল

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৫:০৫ পূর্বাহ্ন
রাজধানীতে বিনিয়োগ সম্মেলন ৭-১০ এপ্রিল
আগামী ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। চার দিনব্যাপী সামিটের আয়োজন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সামিট শেষ হবে আগামী ১০ এপ্রিল। বিডা জানায়, বাংলাদেশে বিনিয়োগের নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। যা রূপান্তরমূলক বিনিয়োগ ও অতুলনীয় প্রবৃদ্ধির নিশ্চিত করবে। সামিটে দেশ-বিদেশের ৫০ জন বক্তা, ১০ জন পার্টনার ও ১ হাজার জন অংশগ্রহণকারী থাকবেন। ৭ থেকে ৮ এপ্রিল বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ৯ ও ১০ এপ্রিল উদ্যোক্তা সম্মেলন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি ও স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা হবে। বিডাসহ একাধিক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ বিষয়ক মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিবেশী দেশ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহ, ইউরোপ, আমেরিকার নামি বিনিয়োগকারীসহ দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস, দেশি-বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন চেম্বার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সংশ্লিষ্ট সব সংস্থা প্রতিনিধিদের যোগদানের সম্ভাবনা রয়েছে। আরও জানা গেছে, সামিট উপলক্ষে বিশ্বের খ্যাতনামা ১০০টির বেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ বিশ্বের অন্যতম ধনী ও বিনিয়োগকারী স্পেস এক্স ও স্টার লিংক-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুক মেটার কর্ণধার জাকারবার্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং, হুন্দায়, জাপানি হোন্ডা, টয়োটা, এমনকি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থ্যাইল্যান্ডের খ্যাতনামা কোম্পানির শীর্ষ নির্বাহীদেরও এই সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আলিবাবা’র জ্যাক মা ও অ্যামাজানের কর্ণধাররাও থাকতে পারেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স