ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৮:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৮:২৬:০৩ অপরাহ্ন
ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক
বিশেষ ঘোষণা: ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক
নাম:আবদুর রশিদ  পিতা :জামাল উদ্দিন
মাতা:নুরজাহান, গ্রাম :শুরাটি বালুয়া পুকুরপার দক্ষিণ অংশের মহল্লা। থানা:হোসেনপুর, জেলা: কিশোরগন্জ।
উল্লেখ ২৭ শে ডিসেম্বর ২০২৪ ইং শুরাটি বাজারে মোশাররফ ভাইয়ের দোকানে বসে ওমরাহ হজ্জ যাত্রী রশিদ , মুকসুদ,সুমন,জুয়েল গংদের জনসম্মুখে ও তাদেরকে সাক্ষী রেখে মুকসুদকে জিম্মাদারি দিয়ে সে ওমরা হজ্জে যাওয়ার আলাপ আলোচনা সম্পুর্ন করেন এবং যাবতীয় লেনদেন মকসুদ ভাইয়ের ম্যাধমে হয়।১৫-০২-২০২৫ ইং তারিখে বাংলাদেশ ঢাকা বনানী অফিস হইতে ৩১ জনের একটি ওমরাহ হজ্জ গ্ৰুপে সৌদি আরব যায়।ঐ গ্ৰুপের মধ্যে আব্দুর রশিদ ওমরাহ হজ্জের যাত্রী ছিল।এবং যতাসময়ে সৌদি আরব নিদিষ্ট হোটেলে সকল যাত্রীগণ পৌছায়।সকল কার্যকম নিয়ম অনুযায়ী চলছে ১৯-০২-২০২৫ ইং তারিখে ওমরা হজ্জ যাত্রী আব্দুর রশিদ অন্য সাথী ভাইয়ের কাছে বলে যায় যে আমি বাহির থেকে ঘুরেফিরে খাওয়ার জন্য কিছু নিয়ে  আসি।কিন্তু ঐ দিন আর হোটেলে ফিরে আসে নাই।পরের দিন সৌদি আরব থেকে তথ্য দিলে বাংলাদেশে মুকসুদ ভাইকে জানানো হয়,এবং আ:  রশিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।অন্য যাত্রীগন ওমরাহ হজ্জ পালন করে যতাসময়ে ৩০ জন যাত্রী বাংলাদেশে চলে আসছে।দুঃখের বিষয় আব্দুর রশিদ পলাতক হিসেবে সৌদি আরব থেকে যায়। সুচনা আলোচনার সময়ে উল্লেখ ছিল যে ওমরা হজ্জ পালন করে নিদিষ্ট সময়ে আবার বাংলাদেশে ফেরত চলে আসতে হবে।অন্যথায় সৌদি আরব আইন অনুযায়ী যে লাইসেন্স থেকে ওমরা হজ্জ পালন করতে গেছে ঐ লাইসেন্সকে বিশাল অংকের জরিমানা দিতে হবে অন্যথায় লাইসেন্স বাতিল হয়ে যাবে।
অল রেডি জরিমানার নোটিশ চলে আসছে, এই আব্দুর রশিদ এর জন্য ১০ টি পরিবার অনেক বড় পিপদে আছে আমার শ্রদ্ধেয় ও সম বয়সী ভাই বন্ধু আপনারা যারা আপন জন ছেরে সৌদি  আরবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বসবাসরত আছেন। আপনাদের কাছে আকুল আবেদন এই পলাতক ভদ্রলোককে যদি পেয়ে থাকেন বা আশ্রয় দিয়ে থাকেন বা লোকেশ্যান দিতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ:
01906291207
01917991902
01966-206947
01729-634958

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স