ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৮:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৮:২৬:০৩ অপরাহ্ন
ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক
বিশেষ ঘোষণা: ওমরা হজ্জ পালন করতে গিয়ে পলাতক
নাম:আবদুর রশিদ  পিতা :জামাল উদ্দিন
মাতা:নুরজাহান, গ্রাম :শুরাটি বালুয়া পুকুরপার দক্ষিণ অংশের মহল্লা। থানা:হোসেনপুর, জেলা: কিশোরগন্জ।
উল্লেখ ২৭ শে ডিসেম্বর ২০২৪ ইং শুরাটি বাজারে মোশাররফ ভাইয়ের দোকানে বসে ওমরাহ হজ্জ যাত্রী রশিদ , মুকসুদ,সুমন,জুয়েল গংদের জনসম্মুখে ও তাদেরকে সাক্ষী রেখে মুকসুদকে জিম্মাদারি দিয়ে সে ওমরা হজ্জে যাওয়ার আলাপ আলোচনা সম্পুর্ন করেন এবং যাবতীয় লেনদেন মকসুদ ভাইয়ের ম্যাধমে হয়।১৫-০২-২০২৫ ইং তারিখে বাংলাদেশ ঢাকা বনানী অফিস হইতে ৩১ জনের একটি ওমরাহ হজ্জ গ্ৰুপে সৌদি আরব যায়।ঐ গ্ৰুপের মধ্যে আব্দুর রশিদ ওমরাহ হজ্জের যাত্রী ছিল।এবং যতাসময়ে সৌদি আরব নিদিষ্ট হোটেলে সকল যাত্রীগণ পৌছায়।সকল কার্যকম নিয়ম অনুযায়ী চলছে ১৯-০২-২০২৫ ইং তারিখে ওমরা হজ্জ যাত্রী আব্দুর রশিদ অন্য সাথী ভাইয়ের কাছে বলে যায় যে আমি বাহির থেকে ঘুরেফিরে খাওয়ার জন্য কিছু নিয়ে  আসি।কিন্তু ঐ দিন আর হোটেলে ফিরে আসে নাই।পরের দিন সৌদি আরব থেকে তথ্য দিলে বাংলাদেশে মুকসুদ ভাইকে জানানো হয়,এবং আ:  রশিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।অন্য যাত্রীগন ওমরাহ হজ্জ পালন করে যতাসময়ে ৩০ জন যাত্রী বাংলাদেশে চলে আসছে।দুঃখের বিষয় আব্দুর রশিদ পলাতক হিসেবে সৌদি আরব থেকে যায়। সুচনা আলোচনার সময়ে উল্লেখ ছিল যে ওমরা হজ্জ পালন করে নিদিষ্ট সময়ে আবার বাংলাদেশে ফেরত চলে আসতে হবে।অন্যথায় সৌদি আরব আইন অনুযায়ী যে লাইসেন্স থেকে ওমরা হজ্জ পালন করতে গেছে ঐ লাইসেন্সকে বিশাল অংকের জরিমানা দিতে হবে অন্যথায় লাইসেন্স বাতিল হয়ে যাবে।
অল রেডি জরিমানার নোটিশ চলে আসছে, এই আব্দুর রশিদ এর জন্য ১০ টি পরিবার অনেক বড় পিপদে আছে আমার শ্রদ্ধেয় ও সম বয়সী ভাই বন্ধু আপনারা যারা আপন জন ছেরে সৌদি  আরবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বসবাসরত আছেন। আপনাদের কাছে আকুল আবেদন এই পলাতক ভদ্রলোককে যদি পেয়ে থাকেন বা আশ্রয় দিয়ে থাকেন বা লোকেশ্যান দিতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ:
01906291207
01917991902
01966-206947
01729-634958

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ