ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়নের সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৭:৪৪ অপরাহ্ন
বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়নের সংঘর্ষে আহত ৫
রাজধানীর শাহবাগে সাবেক ও বর্তমান বৈধ কমিটির নেতৃবৃন্দরে মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে র?্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আমজাদ হোসেন অবস্থা গুরুত্বর। এ ঘটনায় বৈধ কমিটির নেতৃবৃন্দ শাহবাগ থানায় মামলা করেছে। এর পর থেকে ঘটনার সাথে জড়িতরা এলাকা থেকে পালিয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করতে ইতোমধ্যেই কয়েক জায়গায় অভিযান চালিয়েছে।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক  কর্মচারী ইউনিয়নের বৈধ কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ আরো ৪/৫ জনে মিলে বিদ্যুৎ ভবনের সামনে যাওয়া মাত্র বিগত ২০১০ সালের সাবেক কমিটির নেতৃবৃন্দ ও এলাকার কতিপয় ভাড়াটিয়া মিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর আর্তকিত হামলা চালায়। বিগত কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আমজাদ হোসেন-আব্দুস সামাদ ও নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয়। মারামারি ঘটনাটি বিদ্যুৎ ভবন এলাকায় ছড়িয়ে পড়লে আমজাদ হোসেন ও নুরুল ইসলামকে উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার ২০ জনকে আসামি করে গতকাল  বিকেলে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। আমজাদ হোসেন জানান, ২০১০ সালের সাবেক কমিটির সদস্যরা বর্তমান কমিটির নেতৃবৃন্দের উপর কোন কারণ ছাড়াই ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে তাদের উপর হামলা চালায়।
সাবেক ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অবসরে যান ১২ বছর আগে। তারা এখনও ক্ষমতার অপব্যবহার করে বর্তমান বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করছেন। তাদের বৈধ কোন কাগজপত্র না থাকলেও শুধু গায়ের জোরে তারা নানা রকম অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তারা নানা অপকর্ম করেছেন।
বর্তমান প্রস্তাবিত নুরুল ইসলাম ও আমজাদ হোসেন কমিটি মুখ অধিদফতরের জমা দেয়া হয়েছে। ফ্যাসিস্টি সরকারের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়াতে রয়েছে। বর্তমান জাতীয়তাবাদী শ্রমিক দল ফ্যাসিস্টি সরকারের সহযোগীদের কখনই আশ্রয় দিবে না। বিগত ফ্যাসিস্টি সরকারের আমলে ও তারা নানা অপকর্ম করেছেন। বর্তমান প্রস্তাবিত নুরুল ইসলাম ও আমজাদ হোসেন কমিটি ঘটন করে শ্রম অধিদফতরের জমা দেয়া হয়েছে। ফ্যাসিস্টি সরকারের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়াতে রয়েছে। বর্তমান জাতীয়তাবাদী শ্রমিক দল ফ্যাসিস্টি সরকারের সহযোগীদের কখনই আশ্রয় দিবে না, বিগত কমিটির নেতৃবৃন্দদের বিদ্যুৎ ভবনের ঢুকতে দেয়া হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ