স্পোর্টস ডেস্ক
ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে ছিল শঙ্কা। তার জন্য দল ঘোষণাতেও দেরি করে বিসিবি। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন টাইগার এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল বুধবার রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে ফটোসেশন হয়েছে পুরো দল ও টিম ম্যানেজমেন্টের। ফটোসেশনের পর সংবাদমাধ্যমে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন। সেখানে তাসকিনের ইনজুরি নিয়ে প্রশ্ন করা হলে তিনি আশ্বাস দেন, বিশ্বকাপের প্রথম থেকেই পাওয়া যাবে তাকে। শান্ত বলেন, তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাকাপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে সে। গেল জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
